Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Swara Bhaskar

আদনানকে পদ্মশ্রী দেওয়ায় ‘পাকিস্তান প্রেম’ নিয়ে মোদী সরকারকে খোঁচা স্বরার

সিএএ-র বিরোধিতায় রবিবার মধ্যপ্রদেশের ইনদওরে ‘সেভ দ্য কনস্টিটিউশন’ সভায় অংশ নিয়েছিলেন স্বরা।

মোদী সরকারকে আক্রমণ স্বরার। —ফাইল চিত্র।

মোদী সরকারকে আক্রমণ স্বরার। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইনদওর শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৫
Share: Save:

আদনান সামিকে পদ্মশ্রী দেওয়া নিয়ে এ বার মোদী সরকারকে একহাত নিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর বক্তব্য, সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) বিরোধীদের একদিকে দেশবিরোধী বলে দাগিয়ে দিচ্ছে সরকার। আবার সেই সরকারই এক জন ‘পাকিস্তানি’-কে ডেকে নাগরিকত্ব দিচ্ছে। পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে।

সিএএ-র বিরোধিতায় রবিবার মধ্যপ্রদেশের ইনদওরে ‘সেভ দ্য কনস্টিটিউশন’ সভায় অংশ নিয়েছিলেন স্বরা। সেখানে ব্ক্তৃতা করতে গিয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন স্বরা। তিনি বলেন, ‘‘ভারতে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া এবং অনুপ্রবেশকারীদের গ্রেফতার করার আইনি প্রক্রিয়া রয়েইছে। সেই আইন মেনেই আদনান সামিকে নাগরিকত্ব দিয়েছে সরকার, এখন আবার তাঁকে পদ্মশ্রীর জন্য বেছে নিয়েছে। তাহলে আর সিএএ-র যৌক্তিকতা কী?’’

জন্ম লন্ডনে হলেও, আদনান সামির বাবা পাক বায়ুসেনায় কর্মরত ছিলেন। ১৯৬৫ সালের ভারতের বিরুদ্ধে যুদ্ধও করেন তিনি। ২০১৬-য় সেই আদনানকেই ভারতের নাগরিকত্ব দেয় মোদী সরকার। এ বছর পদ্মশ্রী সম্মানের জন্যও বেছে নেওয়া হয়েছে তাঁকে। তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রসঙ্গ টেনে স্বরা বলেন, ‘‘এক দিকে সিএএ বিরোধীদের সঙ্গে অভব্য আচরণ করছে সরকার, তাঁদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, থাপ্পড় মারা হচ্ছে, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হচ্ছে । বলা হচ্ছে বিক্ষোভকারীরা নাকি টুকড়ে টুকড়ে গ্যাংয়ের সদস্য, দেশ বিরোধী। আর অন্য দিকে এক জন পাকিস্তানির হাতেই পদ্মশ্রী তুলে দেওয়া হচ্ছে।’’

আরও পড়ুন: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় জন, পর্যবেক্ষণে প্রায় ১৭০০​

আরও পড়ুন: সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন ফের গুলি চলল জামিয়ার বাইরে​

মোদী সরকার পাকিস্তানের প্রেমে হাবুডুবু খাচ্ছে বলেও কটাক্ষ করেন স্বরা। তাঁর কথায়, ‘‘এই সরকার মনে হচ্ছে পাকিস্তানের প্রেমে পড়েছ। তাই সর্বত্র পাকিস্তান দেখতে পাচ্ছে। এই সরকার দিনে যত বার পাকিস্তানের নাম নেয়, আমার ধর্মপ্রাণ ঠাকুমা তত বার হনুমান চলিশাও পড়েন না।’’

মোদী ও বিজেপি সমালোচক হিসাবে পরিচিত স্বরা ভাস্কর শুরু থেকেই সিএএ এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে প্রতিবাদে গলা মিলিয়ে আসছেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারীদের হামলা। জামিয়ায় পুলিশি তাণ্ডবের সময়ও সরকারের তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে।

অন্য বিষয়গুলি:

Swara Bhaskar Adnan Swami CAA Modi Government Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy