Advertisement
১৮ নভেম্বর ২০২৪
Sushma Swaraj

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সুষমার, শেষ শ্রদ্ধায় মোদী, অমিত, আডবাণী

বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, দুপুরে দলের সদর দফতরে নিয়ে যাওয়া হবে সুষমার মরদেহ। বিকেল ৩টে পর্যন্ত সদর দফতরে রাখা থাকবে তাঁর মরদেহ রাখা থাকবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য।

লোদি ঘাটে অন্তিম শয্যায় সুষমা স্বরাজের দেহ। ছবি: পিটিআই

লোদি ঘাটে অন্তিম শয্যায় সুষমা স্বরাজের দেহ। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ১০:৫১
Share: Save:

লোদি ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হল প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য। আর বিদায় বেলায় শাসক ও বিরোধীকে যেন মিলিয়ে দিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী। লোদি ঘাটে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও লালকৃষ্ণ আডবাণীরা যেমন সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন, তেমনই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিরোধী দলগুলির নেতারাও।

বুধবার, বেলা ১২টা নাগাদ বাসভবন থেকে সুষমার মরদেহ আনা হয় বিজেপির সদর দফতরে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিজেপি নেতারা। দীর্ঘক্ষণ রাখা ছিল তাঁর দেহ। বিকেল ৩টের পরে লোদি ঘাটের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। তাঁর শবাধার কাঁধে তুলে নেন রাজনাথ সিংহ, জেপি নাড্ডা, রবিশঙ্কর প্রসাদ, পীযূষ গয়াল ও অন্যান্য বিজেপি নেতারা।

সুষমা স্বরাজের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বুধবার চিরবিদায়ের সময় যত এগিয়েছে, শোকের ছায়াও তত দীর্ঘ হয়েছে। সুষমাকে স্যালুট জানান তাঁর স্বামী স্বরাজ কৌশল ও মেয়ে বাঁশুরি স্বরাজ। বিজেপি সদর দফতর থেকে অন্ত্যেষ্টির জন্য লোদি ঘাটে নিয়ে যাওয়ার সময় জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় সুষমার দেহ। তা দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

শেষ শ্রদ্ধা জানাতে সুষমা স্বরাজের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই।

আরও পড়ুন: আইনজীবী থেকে দুঁদে রাজনীতিক, বিপদে পড়লে সাহায্যে সদাপ্রস্তুত ছিলেন ‘সুপারমম’

আরও পড়ুন: হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আচমকাই চলে গেলেন সুষমা স্বরাজ

সুষমাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এ দিন সকালেই তাঁর বাসভবনে উপস্থিত হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, মনমোহন সিংহ, সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধী-সহ অনেকেই। এ দিন শ্রদ্ধা জানানোর সময়েও আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

সুষমার কথা বলতে গিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েন শাসক থেকে বিরোধী দলের সব নেতাই। অমিত শাহ বলেন, “সুষমা স্বরাজের মৃত্যু গোটা দেশের রাজনীতির পক্ষে অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত পাঁচ বছরে বিদেশমন্ত্রী হিসেবে গোটা বিশ্বে দেশের খ্যাতি বাড়িয়েছেন সুষমা।” লালকৃষ্ণ আডবাণী বলেন, “সুষমাজির সঙ্গে দীর্ঘ দিন কাজ করেছি। ৮০-র দশকে যখন দলের সভাপতি ছিলাম, সে সময়েই তাঁকে দলে এনেছিলাম। ধীরে ধীরে দলের অন্যতম জনপ্রিয় নেত্রী হয়ে উঠেছিলেন তিনি। মহিলাদের রোল মডেল ছিলেন তিনি।”

সুষমা স্বরাজের বাসভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: পিটিআই।

প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী-সহ অনেকেই।

সুষমাকে শেষশ্রদ্ধা জানান তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পনিরসেলভম, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, বিএসপি নেতা রামগোপাল যাদব, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। অরবিন্দ কেজরীবাল বলেন, “ভারত এক মহান নেত্রীকে হারাল। সুষমাজি খুব ভাল মানুষ ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।” প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরনো কথা টেনে এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সুষমা স্বরাজের মৃত্যুতে আমি মর্মাহত। তাঁকে ১৯৯০ সাল থেকে জানি। আমাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকলেও, সংসদে আমরা একসঙ্গে অনেক ভাল সময় কাটিয়েছি। তিনি এক জন ভাল মানুষ ও রাজনীতিক ছিলেন।”

সুষমার মৃত্যু ছুঁয়ে গিয়েছে বলিউডকেও। শোক জানিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রবিনা টন্ডন, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে-সহ অনেকেই। অক্ষয় কুমার বলেন, “এক জন প্রাণবন্ত নেতা ছিলেন সুষমা স্বরাজজি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।” শোক প্রকাশ করেছেন বিরাট কোহালি, সচিন তেন্ডুলকরও। সচিন বলেন, “নারীশক্তির এক জন আইকন ছিলেন সুষমা স্বরাজ।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy