Advertisement
০২ নভেম্বর ২০২৪

তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির হারই দেখছে সমীক্ষা

সমীক্ষা বলছে, রাজস্থান ও ছত্তীসগঢ়ে অনায়াস জয় পেতে পারে কংগ্রেস। ছত্তীসগঢ়ে গত বারের তুলনায় ১৫টি আসন বেশি পেতে পারে তারা। রাজস্থানে তাদের আসন এক ধাক্কায় ১০৯টি বেড়ে যেতে পারে। মধ্যপ্রদেশে বিজেপির ৫৯টি আসন কমার ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০৪:০৬
Share: Save:

চলতি বছরের শেষে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানের ভোট হলে তিনটি বিজেপি-শাসিত রাজ্যেই জেতার সম্ভাবনা রাহুল গাঁধীর দলের। তবে কেন্দ্রে সরকার গড়ার প্রশ্নে নরেন্দ্র মোদীর উপরেই আস্থা রাখছেন ওই তিন রাজ্যের মানুষ। আজ এবিপি নিউজ-সি ভোটারের যৌথ জনমত সমীক্ষায় এমন ছবিই ফুটে উঠেছে।

সমীক্ষা বলছে, রাজস্থান ও ছত্তীসগঢ়ে অনায়াস জয় পেতে পারে কংগ্রেস। ছত্তীসগঢ়ে গত বারের তুলনায় ১৫টি আসন বেশি পেতে পারে তারা। রাজস্থানে তাদের আসন এক ধাক্কায় ১০৯টি বেড়ে যেতে পারে। মধ্যপ্রদেশে বিজেপির ৫৯টি আসন কমার ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা।

বিধানসভা ভোটে কংগ্রেসকে প্রথম পছন্দ বললেও লোকসভা ভোটে কিন্তু মোদীকেই বেছেছেন সমীক্ষার আওতায় আসা ওই তিন রাজ্যের মানুষ। তাঁদের ৪৬% বিজেপিকে সুযোগ দিতে চান। কংগ্রেসকে ৩৯%।

১ জুন থেকে ১০ অগস্টের মধ্যে ৬৫টি লোকসভা কেন্দ্রে ২৭ হাজার ৯৬৮ জন ভোটারকে নিয়ে এই সমীক্ষা হয়েছে। এই ধরনের সমীক্ষার ফল শেষ পর্যন্ত অনেক সময়েই মেলে না। তবে অনেকেই মনে করেন, সমীক্ষা জনতার মন বুঝতে সাহায্য করে।

তিন রাজ্যে হারের আশঙ্কাতেই চলতি মাসে বিজেপির সব মুখ্যমন্ত্রীকে নিয়ে দিল্লিতে বৈঠকে বসছেন মোদী-অমিত শাহ। আর এই বিড়ম্বনা ঢাকতে বিধানসভার সঙ্গেই লোকসভার ভোট করার ভাবনাচিন্তা শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘চোখে চোখ রাখার ক্ষমতা নেই মোদীর’

অন্য বিষয়গুলি:

BJP Lok Sabha Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE