পান্নালাল শাক্য। ফাইল চিত্র।
নীতিজ্ঞান শেখাতে গিয়ে বিতর্কের রসদ যোগালেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক পান্নালাল শাক্য। মহিলাদের উদ্দেশ্যে তাঁর উপদেশ, “ধর্মজ্ঞান সম্পন্ন সংস্কারি সন্তানের জন্ম দিতে না পারলে, সারা জীবন বন্ধ্যা হয়ে থাকাই ভাল।’’
প্রশ্ন উঠছে, তবে কি মহিলাদের সন্তান উত্পাদনের যন্ত্র হিসেবেই দেখে বিজেপি? না হলে কেমন সন্তানের জন্ম দিতে হবে, তা নিয়েও কেন উপদেশ দেবেন পান্নালাল? নিজের কেন্দ্র গুনার জনসভায় বক্তৃতা দেওয়ার সময় রাহুল গাঁধীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘দারিদ্র্য দূরীকরণের বদলে কংগ্রেস গরিবি হঠাও-এর কথা বলে। কিছু মহিলা এ রকম সন্তানেরই জন্ম দেয়।’’ এরপরেই পান্নালালে মুখে বিতর্কিত মন্তব্য, ‘‘সংস্কারি সন্তানের জন্ম দিতে না পারলে, বন্ধ্যা হয়ে থাকুন।’’
কাকে রোল মডেল করে এগনো উচিত মহিলাদের? মধ্যপ্রদেশে এই বিজেপি বিধায়কের কথায়, ‘‘কৌশল্যা। কারণ তিনি রামচন্দ্রের মা।’’
পান্নালালের বক্তব্য নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কংগ্রেস। কিন্ত বিতর্কে থাকা যাঁর স্বভাব, তাঁর মুখ বন্ধ করা যে অসম্ভব। আগে ইতালিতে বিরাট কোহালির বিয়ের আসর নিয়ে মন্তব্য করেও তিনি বিজেপির অস্বস্তি বাড়িয়েছিলেন। সে সময় তিনি বলেন, ‘‘টাকা রোজগার ভারতে, আর বিয়ে ইতালিতে? কেন ভারতে কি বিয়ে করার জায়গা নেই?’’ অল্পবয়সী মেয়েদের উদ্দেশ্যে পান্নালালের সাবধানবাণী নিয়েও কম বিতর্ক হয়নি। তাঁর পরামর্শ, ‘‘যৌন নির্যাতন এড়াতে চাইলে পুরুযদের সঙ্গে বন্ধুত্ব করবেন না।’’
আরও পড়ুন: চাপেই ইফতার টক্করে ফিরতে হল বিজেপিকে
আরও পড়ুন: ফের গোরক্ষকদের তাণ্ডব, গরু চোর সন্দেহে ঝাড়খণ্ডে দু’জনকে পিটিয়ে হত্যা
জানা দিয়েছে, বিতর্কের ফুলঝুরি ছোটানো পান্নালালকে খানিকটা এড়িয়ে চলে মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব। কিন্তু এলাকায় প্রভাব থাকায় তাঁকে ঝেড়ে ফেলা কার্যত অসম্ভব। এমনকী এই মন্তব্য নিয়ে পুলিশে কোনও অভিযোগও দায়ের হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy