Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Narendra Modi

আমার বিশ্বাস, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই সভা এমন একটা সময় হচ্ছে, যখন দেশ একাধিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে।’’

বণিকসভার সাধারণ সভায় ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভিডিয়ো থেকে নেওয়া ছবি

বণিকসভার সাধারণ সভায় ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভিডিয়ো থেকে নেওয়া ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুন ২০২০ ১১:০৩
Share: Save:

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)-এর ৯৫তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ প্রধানমন্ত্রীর। ভিডিয়ো কনফারেন্সে বক্তব্য পেশ করলেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্প নিয়ে সরব প্রধানমন্ত্রী। বণিকসভাকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘আত্মনির্ভর ভারত প্রকল্পে সরকার ব্যবসা সহায়ক বহু পদক্ষেপ ঘোষণা করেছে। আপনার তার সুযোগ নিন। নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসুন। সরকার আপনাদের সব রকম সাহায্য করবে।’’

করোনাভাইরাসের সংক্রমণ এবং তা রুখতে লকডাউনের জেরে অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। তার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক সমস্যা। সেঢই বিষয়টি উল্লেখ করে ভার্চুয়াল ভাষণে তিনি বলেন, ‘‘এই সভা এমন একটা সময় হচ্ছে, যখন দেশ একাধিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা তো রয়েছেই, তার সঙ্গে পঙ্গপাল, অসমে তৈলক্ষেত্রে আগুন, কিছু এলাকায় ভূমিকম্পের মতো সমস্যা রয়েছে।’’ তবে এই সব সমস্যার সঙ্গে দেশবাসী এক হয়ে লড়ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।’’

বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এই সভা হচ্ছে কলকাতায়। তাই মোদীর এ দিনের ভাষণে গুরুত্ব পেয়েছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত। বারবার তাঁর মুখে শোনা গিয়েছে কলকাতার কথা, পশ্চিমবঙ্গের কথা। বাংলা আজ যা ভাবে, দেশবাসী তা আগামিকাল ভাবে— এই উদাহরণ আবার ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি মনে করি, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে।’’ শুরুতে যেমন সম্বোধন করে বলেছেন, ‘‘সবাই ভাল আছেন তো?’’ তার পর পুরো বক্তব্যেও উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি। শেষ করার সময় ফের বাংলায় বলেন, ‘‘সবাই ভাল থাকবেন।’’

কলকাতা বারাণসী জলপথ পরিবহণ প্রকল্প চালু হয়েছে। বারণসী থেকেই মোদী সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমার নিজের কেন্দ্রের সঙ্গে কলকাতার এই যোগ খুব ভাল লাগে।’’ জলপথে যোগাযোগ বাড়লে গ্রিন হাউস গ্যাস নির্গমণ কমবে, রাস্তায় যানজট কমবে, পণ্য পরিবহণে খরচ কমবে— এই রকম একাধিক সুবিধার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। উত্তর-পূর্বেও জলপথ বাড়ানোর উপর সরকার জোর দিচ্ছে বলেও

দেশে ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ বর্জনের উপর জোর দেওয়া হচ্ছে। আবার বাংলায় রয়েছে পাটশিল্পের বিরাট হাব। প্লাস্টিক বর্জন করলে প্রয়োজন পড়বে পাটের ব্যাগ, প্যাকেজিং মেটেরিয়াল। এই যোগসূত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনারা পাটের ব্যাগ, প্যাকেজিং মেটেরিয়াল তৈরি করুন। তাতে রাজ্যেরও লাভ, দেশেরও লাভ। পশ্চিমবঙ্গে তৈরি পাটের জিনিসপত্র সারা দেশের মানুষের হাতে হাতে ঘুরবে, এটাও তো পশ্চিমবঙ্গের জন্য বিরাট গর্বের বিষয়।’’ একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘আপনারা কি সেগুলি তৈরি করা শুরু করেছেন?’’

আত্মনির্ভর ভারত প্রকল্পে জৈব চাষের উপর গুরুত্ব দিয়ে এই খাতে অর্থবরাদ্দ হয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্য সিকিমে কোথাও চাষে রায়াসনিক সার ব্যবহার করা হয় না। পুরো কৃষিক্ষেত্রেই জৈব চাষ হয়। এই সম্ভাবনা সিকিমের পাশাপাশি উত্তর ভারতের অন্য রাজ্যগুলিতেও ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘সিকিম-সহ গোটা উত্তর-পূর্ব ভারতই জৈব চাষের এক বিরাট সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে পারে। সারা দেশই শুধু নয়, সারা বিশ্বের জৈব কৃষিপণ্য সরবরাহের কেন্দ্র হয়ে উঠতে পারে এই অঞ্চল।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য:

• সব শেষে একটাই প্রার্থনা, সুস্থ থাকবেন, ভাল থাকবেন

• ১৩০ কোটি দেশবাসীর মধ্যে আত্মনির্ভরতার মন্ত্র থাকবে

• আমি আশ্বস্ত করছি, এতে সরকার আপনাদের সব রকম সাহায্য করবে

• সবচেয়ে বড় পরীক্ষার মধ্যে দিয়ে যখন আমরা যাই, তখন তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে

• এই সময় নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সময়

• ভারতের উদ্যোগপতিরা কি এই ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে না?

• সৌরশক্তির মাধ্যমে ব্যাটারি রিচার্জ করার এক বিরাট বাজার তৈরি হচ্ছে

• আইসিসি-র মাধ্যমে আহ্বান জানাচ্ছি, দেশেই সৌর প্যানেল, ব্যাটারি তৈরি করুন

• বিশ্বের এই বিপ্লবে ভারতও কৃতিত্বের সঙ্গে অংশ নিচ্ছে

• যখন আমরা প্ল্যানেট বা এই পৃথিবীর কথা বলছি, তখন দেখবেন সৌরশক্তির ক্ষেত্রে এক বিরাট বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে

• ভিম অ্যাপ, রুপে কার্ড বহু মানুষ ব্যবহার করছেন

• অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে নিরাপদ লেনদেন হচ্ছে

• আমাদের যে প্রযুক্তিগত বিপ্লব হয়েছে, তাতেও বিপুল সুবিধা হয়েছে

• ভাবুন পশ্চিমবঙ্গে তৈরি পাটের ব্যাগ সারা দেশের মানুষের হাতে থাকলে রাজ্যের কী বিরাট লাভ হবে

• নতুন নতুন পাটের প্যাকেজিং মেটেরিয়াল কি উৎপাদন শুরু করেছেন

• কারণ, এতে এখানকার পাটশিল্পের ব্যাপক লাভ হবে

• এতে তো পশ্চিমবঙ্গের আরও বেশি লাভ

• সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধ করার চেষ্টা চলছে

• দেশে আরও একটা অভিযান চলছে

• এতে পরিবহণ খরচ কমবে, রাস্তায় যানবাহন জট কম হবে

• উত্তর-পূর্ব ভারতেও জলপথ বাড়ানোর চেষ্টা চলছে

• কলকাতা হলদিয়া জলপথ চালু হয়েছে

• দেশে বিপুল জলসম্পদ রয়েছে

• কারণ এতে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমেছে

• এর লাভ প্ল্যানেট তথা পৃথিবীরও লাভ হয়েছে

• এলইডির জন্য প্রতি বছর বিদ্যুতের বিলে ১৯ হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে

• এর চাহিদা এত বেড়েছে যে, দাম কমলেও বিপুল লাভ বেড়েছে

• পাঁচ বছর আগে একটা এলইডি বাল্ব ২০০ টাকা লাগত, এখন সেটা ৫০ টাকায় মিলছে

• ভারতে আমরা এলইডি বাল্ব প্রকল্প শুরু করেছিলাম

• পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রফিট— এই তিনটি বিষয় একসঙ্গে চলতে পারে

• বিশ্বের জোগান শৃঙ্খলে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে

• আমরা সব সময় শুনে এসেছি, ‘হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমোরো’

• কলকাতায় উৎপাদনের ইতিহাসে শ্রেষ্ঠ ছিল

• আমি মনে করি, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে

• সরকার যে বিপুল কর্মসূচির ঘোষণা করেছে, তাতে পূর্ব ও উত্তর পূর্ব ভারত তার লাভ পাবে

• উত্তর-পূর্ব ভারতে জৈব পণ্য় উৎপাদনে সারা বিশ্বে নজির সৃষ্টি করতে পারেন

• সিকিম তথা উত্তর ভারত অর্গানিক পণ্য উৎপাদনের হাব তৈরি হতে পারে

• পশ্চিমবঙ্গে জুট কিসান উদ্যোগের জন্য ক্লাস্টার তৈরি হবে

• স্থানীয় পণ্যের জন্য ক্লাস্টার বেসড অ্যাপ্রোচের উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে সবাই সুবিধা পাবেন

• অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইনে সুবিধা পাবেন কৃষকরা

• ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী যুব সম্প্রদায় এগিয়ে আসুন

• আত্মনির্ভর ভারত প্রকল্পে যে সব সুবিধা দেওয়া হয়েছে, তার সুবিধা নিন

• ভবিষ্যতে যাতে সেই ক্ষেত্রে আমরা আত্মনির্ভর হতে পারি

• ‘আত্মনির্ভর ভারত’-এর অর্থ বিদেশ থেকে সবচেয়ে কম জিনিসপত্র ভারত আমদানি করুক

• ভারতকেও নিজের পায়ে দাঁড়াতে হবে

• এক দিক থেকে আত্মনির্ভর ভারতের প্রথম পাঠ, পরিবার থেকেই শুরু হয়

• ছোট থেকেই সব পরিবারে শিশুদের শেখানো হয়, নিজের পায়ে দাঁড়াও

• করোনা সঙ্কট আমাদের এই আত্মনির্ভর হওয়ার প্রতিজ্ঞা করিয়েছে

• করোনা সঙ্কট আমাদের শিক্ষা দিয়েছে

• এই রকম বহু ভাবনা দেশবাসীর সঙ্গে বহু দিন ধরে রয়েছে

• আমাদের ভাবনা রয়েছে, আমরা যদি প্রতিরক্ষা, কয়লা ক্ষেত্র, সৌরক্ষেত্র, বিমান পরিবহণ ক্ষেত্রে আমরা যদি আত্মনির্ভর হতে পারতাম

• আত্মিনির্ভর ভারতের এই ভাবনা বহু বছর ধরে এক আশা নিয়ে বেঁচেছে

• দেশবাসীর মধ্যে এক নতুন আশা দেখতে পাচ্ছি

• আমাদের এই ঐক্য ও সাহসিকতা এক বিরাট শক্তি

• কিন্তু যখন একে অন্যকে সাহায্য করে এগিয়ে যায়, তখন কোনও বাধাই থাকে না

• কিন্তু আমরা সব বিপর্যয়ের সঙ্গে একজোট হয়ে লড়ছি

• কিছু এলাকায় ভূমিকম্প হচ্ছে

• পঙ্গপালের সমস্যা রয়েছে, অসমে তৈলকূপে আগুন লেগেছে

• সারা বিশ্বের সঙ্গে দেশও করোনাভাইরাসের সঙ্গে লড়ছে

• এই সভা এমন সময়ে হচ্ছে, যখন দেশ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি

• ভারতের উন্নয়নের গতিতে আপনারা সাক্ষী থেকেছেন

• দেশভাগের পীড়া সহ্য করেছে

• স্বাধীনতার লড়াই দেখেছে দেশ, দেশভাগ দেখেছে

• ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের

• নমস্কার, আশা করি আপনারা সবাই ভাল আছেন (বাংলায় বললেন প্রধানমন্ত্রী।

অন্য বিষয়গুলি:

Narendra Modi Indian Chember of Commerce
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy