বিয়েবাড়ি থেকে পুজোপার্বণ— সাজের তালিকায় নখসজ্জা আলাদা জায়গা করে নিয়েছে। সৌজন্যে আকর্ষক নেল আর্ট। তবে গড়পড়তা নেল আর্টের চেয়ে কিছুটা অন্য ভাবেও নখ সাজিয়ে তোলা যায়। নেল স্টাড, নেল ক্রাউন অথবা নেল পিয়ার্সিংয়ে লুকিয়ে রয়েছে এমনই কিছু অভিনব নখসজ্জার উপায়।
নেল ক্রাউনের খুঁটিনাটি
‘সুইট ড্রিমস’ গানের ভিডিয়োয় বেয়ন্সের নেল ক্রাউন তাক লাগিয়ে দিয়েছিল। বস্তুত আঙুলের ডগায়, ঠিক যেখান থেকে নখ শুরু হয়, সেখানেই মুকুটের মতো করে পরা হয় এই আংটি। সোনা, রুপো, প্ল্যাটিনামের আংটিগুলিতে হিরে, মুক্তো-সহ নানা দামি পাথর বসানো হয়। কখনও আবার চোখধাঁধানো নকশা-কারুকার্যও করা হয় ধাতুর উপরেই। কিছু কিছু ক্ষেত্রে আংটিগুলির মাঝখানটি ফাঁকা থাকে। ফলে পছন্দসই নেলপলিশের রংও ভাল ভাবে দেখা যায়, আবার নেল রিংও পরা হয়। কৃতী শ্যানন, ভূমি পেডনেকর থেকে অনন্যা পাণ্ডেদের মতো অভিনেত্রীদের পছন্দের তালিকাতেও রয়েছে এমন নেল রিং।
নেল পিয়ার্সিংয়ে অভিনবত্ব আসল বা কৃত্রিম নখের ডগায় অল্প ছিদ্র করে, একটি হুপ পরিয়ে ছোট কোনও দুলের মতো চার্ম ঝোলানো যায়। এটি হাতের সৌন্দর্য বাড়াতে পারে কয়েক গুণ। নেল পিয়ার্সিং করাতে সময় লাগে ১০-১৫ মিনিট। বাড়িতেও অনেকে নিজে নিজেই করেন এই পিয়ার্সিং। সমাজমাধ্যম বা ই-কমার্স সাইটগুলিতে সহজে মেলে পিয়ার্সিং টুল, গয়না। ফলে নিজে থেকে নানা পরীক্ষা-নিরীক্ষা করাও সহজ হয়ে যায়। এক সময়ে হলিউডের কিম কার্দাশিয়ান, লেডি গাগার নেল পিয়ার্সিং বেশ ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে।
তবে নখসজ্জা শিল্পীদের মতে, নেল পিয়ার্সিং যদি কেউ বাড়িতে চেষ্টা করেন, তা হলে তা কৃত্রিম নখের উপরে করলেই ভাল। যদি আসল নখে করতে হয়, তা হলে নখ যেন শক্ত হয়। যে যন্ত্রগুলি ব্যবহৃত হচ্ছে, সেগুলিও যেন পরিচ্ছন্ন হয়।
নেল স্টাড নেল ক্রিস্টাল বলেও পরিচিত নখশিল্পে ব্যবহৃত এই পাথর। প্রায় এক দশক আগে কোরিয়ান ম্যানিকিয়োরের একটা ধরনই হয়ে উঠেছিল ‘স্টোন নেলস’। এখনও এই নখসজ্জা নিয়ে উৎসাহ কিন্তু বিন্দুমাত্র কমেনি। হাতের একটি বা সব আঙুলে মুক্তো, পাথর বা হিরের মতো দেখতে স্টোন বসানো যায় ইচ্ছা মতো। কখনও আবার থিম অনুযায়ী সাজিয়ে তোলা যায় শখের নখগুলিকে। প্রিয়ঙ্কা চোপড়া থেকে সোনাক্ষী সিংহ-সহ অনেকেই নেল ক্রিস্টাল আর্ট করান।
নেল পিয়ার্সিং এক বা একাধিক আঙুলে করানো যায়। তবে রোজ যাঁদের লেখালিখি, রান্না করা বা বাসে-ট্রেনে যাতায়াত করতে হয়, তাঁদের নেল পিয়ার্সিংয়ে যাতে টান না পড়ে, সে দিকেও খেয়াল রাখতে হবে। বাড়িতে নিজে চেষ্টা করলেও নেল পিয়ার্সিংয়ে সেফটি পিনের মতো জিনিস ব্যবহার করা যাবে না। ফ্রেঞ্চ ম্যানিকিয়োর থেকে ক্রোম আর্ট, সব রকমের নখের উপরেই ছোট পাথর বা গয়না বসানো যেতে পারে। শিল্পীদের মতে, নখসজ্জা যা-ই হোক, সবচেয়ে জরুরি হল নখের যত্ন নেওয়া ও নেল বেডকে পরিষ্কার রাখা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)