চিড়িয়াখানার খাঁচাবন্দি অবস্থায় নয়, জঙ্গলে সামনাসামনি বন্য জন্তুদের দেখবেন বলে গাড়িতে চেপে জঙ্গল ভ্রমণে বেরিয়েছিলেন পর্যটকেরা। দূরে একটি চিতাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তাঁরা। কিন্তু পর্যটকদের গাড়ি দেখেই সে দিকে দৌড়ে যায় চিতাটি। এক লাফে গাড়িটির খোলা ছাদে উঠে পড়ে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভ্যালেন্টিনা.জ়ানোটো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলে সাফারি করতে বার হওয়া পর্যটকদের একটি গাড়ির ছাদে উঠে ঘোরাফেরা করছে একটি চিতা। কখনও আবার পা ঝুলিয়ে আরাম করে বসে রয়েছে সে।
ঘটনাটি আফ্রিকার সেরেঙ্গেটি জাতীয় উদ্যানে ঘটেছে। গাড়ির ছাদের কিছুটা অংশ খোলা ছিল। গাড়ির ছাদের উপর উঠে সেই ফাঁক দিয়ে পা গলিয়ে দিচ্ছে চিতাটি। কিছু ক্ষণ পর আবার লেজ দুলিয়ে ছাদের উপর হাঁটাচলা করতে শুরু করল সে। ছাদের উপর ঘোরাফেরা করে আবার সেখানেই বসে পড়ল সে। চিতার মতো একটি হিংস্র শ্বাপদ যে গাড়ির ছাদের উপর বসে থাকবে এবং গাড়ির ভিতর তরুণী বসে থাকবেন— এমন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার কথা কল্পনাও করতে পারেননি এক পর্যটক। তাই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রেখে দেন সেই তরুণী পর্যটক।