দেবেন্দ্র ফডণবীশ।
অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন সেন্টার (অনাগরিক শিবির) তৈরির পরিকল্পনা করছে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা সরকার। ইতিমধ্যেই নবি মুম্বই প্ল্যানিং অথরিটির কাছে জমি চেয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র দফতর। যদিও দফতর সে চিঠির কথা স্বীকার করনি। সূত্রের খবর, অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশের এক পক্ষকালের মধ্যে ডিটেনশন সেন্টার তৈরির তোড়জোড় শুরু হয়েছে। নগর ও শিল্পোন্নয়ন কর্পোরেশনের সূত্রের খবর, নেরুলে দুই-তিন একর জমি চাওয়া হয়েছে। এলাকাটি মুম্বই থেকে ২০ কিলোমিটার দূরে।
চলতি বছরের প্রথম দিকে কেন্দ্র জানিয়েছিল, দেশের যে সব এলাকায় বেশি অনুপ্রবেশকারী বসবাস করছে, সেখানে ডিটেনশন সেন্টার তৈরি করতে হবে। চলতি বছরের শেষের দিকে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। শিবসেনার দাবি, মুম্বইয়ে বহু বাংলাদেশি অবৈধ ভাবে রয়েছেন এবং রোজগার করছেন। গত সপ্তাহে এএনআই-কে শিবসেনা নেতা অরবিন্দ সবন্ত বলেছিলেন, ‘‘অসমের প্রকৃত বাসিন্দাদের সমস্যা সমাধানের জন্য এনআরসি হয়েছে। তাই আমরা এনআরসি-কে সমর্থন করেছি। এখান থেকেও বাংলাদেশি তাড়াতে এনআরসি চাই।’’ অসমে উত্তর-পূর্ব কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‘অসম এবং অন্যান্য রাজ্যে অনুপ্রবেশকারীদের স্থান হবে না।’’ গত জুলাইয়ে রাজ্যসভায় তিনি জানিয়েছিলেন, ‘দেশের প্রতিটি ইঞ্চিতে’ থাকা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে চায় সরকার। গোয়াতেও ডিটেনশন সেন্টার তৈরির কাজ শুরু হয়েছে। মে মাসে ৫০ লক্ষ টাকা খরচ করে সেন্টার তৈরির কাজ শুরু করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy