বিতর্কে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ।
এ যেন সেমসাইড গোল!
দুর্নীতির বিরুদ্ধে বলতে গিয়ে নিজের দলের দিকেই আঙুল তুলে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ। তাঁর কথায়, ‘‘বিজেপিতে শুধুমাত্র দু’জনই দুর্নীতিগ্রস্ত নন। তাঁরা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাকিদের নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যায় না।’’
উত্তরপ্রদেশ ছাড়িয়ে এ বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে দেশের রাজনীতিতে। স্বাভাবিক ভাবেই প্রবল অস্বস্তিতে বিজেপি। যদিও দলেরই একাংশ বলছেন, মোদী এবং যোগী আদিত্যনাথকে সামনে রেখে, জেনে বুঝেই ভিমরুলের চাকে ঢিল ছুঁড়েছেন ব্রিজভূষণ। সরাসরি তিনি বুঝিয়ে দিয়েছেন, ক্ষমতায় থাকার সুবাদে দলে বাসা বাঁধছে দুর্নীতি চক্র।
এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থেকে শুরু করে একের পর এক বিজেপি নেতার বেফাঁস মন্তব্য সমস্যায় ফেলেছে বিজেপিকে। সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার নিদান দিয়ে দিন কয়েক আগেই খবরে উঠে এসেছিলেন উত্তরপ্রদেশেরই বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। তাঁর কথায়, ‘‘যে সব সরকারি কর্মী ঘুষ নেন, তাঁরা যৌনকর্মীদের চেয়েও খারাপ। যারা ঘুষ নিচ্ছেন, তাঁদের ঘুসি মারুন।’’ কিন্তু ব্রিজভূষণের মতো দলেরই নেতা কর্মীদের দুর্নীতি নিয়ে এমন সরাসরি আওয়াজ এর আগে সেই ভাবে ওঠেনি।
আরও পড়ুন: সলমন খানকে হত্যার ছক ফাঁস, বিস্ফোরক জবানবন্দি গ্যাংস্টারের
আরও পড়ুন: কর্নাটক ক্ষোভে জল ঢাললেন রাহুল
শনিবার গোন্ডার জনসভায় বিজেপি সাংসদ ব্রিজভূষণ যেন বেপরোয়া। মঞ্চে দঁড়িয়ে তিনি বলেন, ‘‘আমি যে কথাটা বলতে চাই, তা মন দিয়ে শুনুন। আমাদের দলে শুধু প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী (যোগী আদিত্যনাথ) দুর্নীতিগ্রস্ত নন। আমি এ কথাটা কিন্তু অন্য কোনও মন্ত্রীদের সম্পর্কে বলছি না।’’ যদিও অনেকে বলছেন, মোদী এবং যোগীর সুনজরে থাকার চেষ্টাতেই সাংসদ ব্রিজভূষণ যাদব এমন মন্তব্য করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy