Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ছুরি নিয়ে বিজয়নের ঘরে ধাওয়া করে আটক

আলাপ্পুঝার বাসিন্দা বিমলরাজ মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষারত সাংবাদিকদের ভিড়ে মিশে ছিলেন। সন্দেহ হওয়ায় তাঁকে জেরা শুরু করে নিরাপত্তারক্ষীরা। সেই সময়েই ব্যাগ থেকে ছুরি বার করে বিজয়নের ঘরের কাছে পৌঁছে যান বিমলরাজ। নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটক করে তুলে দেন পুলিশের হাতে। পরে মানসিক ভাবে অসুস্থ সন্দেহে, বিমলরাজকে ‘ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস’-এ পাঠানো হয়।

 পিনারাই বিজয়ন।

পিনারাই বিজয়ন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ০৪:১০
Share: Save:

শনিবারের সকাল। নয়াদিল্লির কেরল ভবনে তখন রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আচমকাই ব্যাগ থেকে ছুরি বার করে তাঁর ঘরের দিকে ধেয়ে গেলেন মাঝবয়সি এক ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা দ্রুত কব্জা করেন বিমলরাজ নামে ওই ব্যক্তিকে। বিজয়নের উপরে হামলার উদ্দেশ্য নিয়েই তিনি এসেছিলেন বলে সরকারি সূত্রের সন্দেহ। তবে কারও কারও মতে, মুখ্যমন্ত্রীর সামনে আত্মহত্যার ছক ছিল তাঁর।

আলাপ্পুঝার বাসিন্দা বিমলরাজ মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষারত সাংবাদিকদের ভিড়ে মিশে ছিলেন। সন্দেহ হওয়ায় তাঁকে জেরা শুরু করে নিরাপত্তারক্ষীরা। সেই সময়েই ব্যাগ থেকে ছুরি বার করে বিজয়নের ঘরের কাছে পৌঁছে যান বিমলরাজ। নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটক করে তুলে দেন পুলিশের হাতে। পরে মানসিক ভাবে অসুস্থ সন্দেহে, বিমলরাজকে ‘ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস’-এ পাঠানো হয়। তবে অন্য একটি সূত্রের দাবি, বিমলরাজ কর্মহীন। মুখ্যমন্ত্রীর সামনে আত্মহত্যা করতেই কেরল ভবন ঢুকেছিলেন তিনি।

এই ঘটনায় নিরাপত্তার ঢিলেঢালা অবস্থা নিয়ে সরব হয়েছেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তদন্তের দাবি তুলে তাঁর প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রীর থাকার জায়গায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকল কী ভাবে?’’ দিল্লি পুলিশের গাফিলতির দিকেই আঙুল তোলেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE