অন্তত ৩৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি যাত্রীবোঝাই বাস। রবিবার ভোরে উত্তরাখণ্ডের গঢ়বালের নৈনিডাণ্ডা ব্লকে দুর্ঘটনাটি ঘটেছে। অন্তত ৪৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি রামনগর থেকে যাত্রী নিয়ে ভৌন যাচ্ছিল। এই মিনি বাসে ৫০ জন যাত্রী ছিলেন। গঢ়বাল জেলার পাওরির পিপালি-ভৌন মোটরওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পাশে ৬০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ঘটনাস্থলেই মারা যান ৪৭ জন যাত্রী। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ঘর ভর্তি লাশ! দিল্লিতে উদ্ধার একই পরিবারের ১১ জনের দেহ
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়ত মৃতদের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
Spoke to Uttarakhand CM , Shri @tsrawatbjp regrading the tragic accident in Pauri Garhwal, Uttarakhand. My thoughts are with the families of those who have lost their loved ones in this unfortunate accident. I pray for the speedy recovery of the injured.
— Rajnath Singh (@rajnathsingh) July 1, 2018
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy