এই বৃদ্ধার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি: টুইটার থেকে নেওয়া।
এই ঠাকুমার ইংরেজি অনেককেই লজ্জায় ফেলতে পারে। টুইটারে ওড়িশার এক আইপিএস অফিসার এমন একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, গাঁধীজি সম্পর্কে এক বৃদ্ধাগড়গড় করে ইংরেজিতে বলে চলেছেন। তবে এই একটিমাত্র ভিডিয়োই নয়, তাঁর আরও ভিডিয়ো রয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে রাজীব গাঁধী সম্পর্কেও ইংরেজিতে বলতে শোনা যাচ্ছে।
ভিডিয়োটি পোস্ট করেছেন, ওড়িশার আইপিএস অফিসার অরুণ বোথরা। তাঁর হাতে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। রবিবার তাঁর ফেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওইবৃদ্ধাকে গাঁধীজি সম্পর্কে ইংরেজিতে কিছু বলতে বলা হচ্ছে। আর তিনি গাঁধীজির জন্ম, তাঁর কাজ, স্বাধীনতায় তাঁর অবদান থেকে মৃত্যু পর্যন্ত বেশ কিছু তথ্য পরিষ্কার ইংরেজিতে বর্ণনা করছেন।
৩৬ সেকেন্ডের ভিডিয়োটি এখনও পর্যন্ত তিন লাখের বেশি বার দেখা হয়েছে। বোথরা ভিডিয়ো পোস্ট করে জানতে চেয়েছিলেন, ১০ এর মধ্যে এই বৃদ্ধাকে কত দেবেন? তার উত্তরে নেটাগরিক কেউ কেউ বলছেন, ‘‘শশী তারুরকে টক্কর দেওয়ার মতো কাউকে পাওয়া গিয়েছে।’’ কেউ লিখেছেন, ‘‘১০ এর মধ্যে ১০০।’’ আবার আর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই বৃদ্ধাকে নম্বর দেওয়ার যোগ্যতা আমাদের নেই।’’ বোথরার এই পোস্টে অনেক ভেরিফায়েড হ্যান্ডল থেকেও কমেন্ট করা হয়েছে।
আরও পড়ুন: ফের রকস্টার জেমাইমার নাচের ভিডিয়ো শেয়ার করল আইসিসি
দেখুন সেই ভিডিয়ো:
How many marks out of 10 for the old lady for this spoken English Test? pic.twitter.com/QmPSEd4o0L
— Arun Bothra (@arunbothra) March 1, 2020
তবে বোথরার পোস্টের কমেন্ট বক্সে এক ইউজার এই বৃদ্ধার আরও একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, রাজীব গাঁধীর সম্পর্কেও একই রকম ইংরেজিতে বলে চলেছেন বৃদ্ধা। ৩৮ সেকেন্ডের সেই ভিডিয়োটি প্রচুর ভিউ না পেলেও অনেকেই সেটি শেয়ার করেছেন।
আরও পড়ুন: প্রাক্তনকে দেখে মাঝ পথে বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গেলেন কনে!
দেখুন সেই ভিডিয়ো:
— Pradeep Kaushik (@Pradeep73098760) March 1, 2020
বোথরা বা এই ইউজার কেউই এই বৃদ্ধার নাম, পরিচয় দেননি। কোথায় থাকেন কী ভাবে এই বৃদ্ধা এত ভাল ইংরেজি শিখলেন তাও জানানো হয়নি। তবে যে ভাবে ভাইরাল হচ্ছে এই বৃদ্ধার ভিডিয়ো তাতে হয়তো শীঘ্রই হয়তো তাঁর নাম ঠিকানা জানা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy