সুস্থ হয়ে বাড়ি ফিরছেন করোনা আক্রান্ত। ছবি: টুইটার থেকে নেওয়া।
গোটা দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১০৯ জনের। তবে অনেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন। আশাব্যঞ্জক এমন ছবি প্রায়ই সামনে আসছে। তেমনই একটি ভিডিয়ো শেয়ার করলেন কেরলের এক মন্ত্রী।
কেরলের মন্ত্রী কে সুরেন্দ্রন শনিবার ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে আসছেন এক ব্যক্তি। মুখোশ পরা, হাতে একটি ছোট্ট প্যাকেট, সম্ভবত তাতে তাঁর জামাকাপড় বা ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তিনি।
এমন আশার এক মুহূর্তে তাঁকে প্রায় বীরের সম্মান দিচ্ছেন হাসপাতালের অন্য রোগীরা। ওই ব্যক্তি যখন করিডোর দিয়ে হেঁটে আসছেন, তখন দু’ধারে দাঁড়িয়ে অন্য রোগীরা তাঁকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। করিডোরে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, প্রত্যেকেই মুখোশ পরে ছিলেন, প্রত্যেকে একটা দূরত্ব বজায় রেখেছেন অন্যের সঙ্গে। শুধু হাসপাতালে অন্যান্য রোগী নন, স্বাস্থ্যকর্মীরাও সুস্থ হয়ে ওঠা ওই ব্যক্তিকে উৎসাহের সঙ্গে বিদায় জানান।
আরও পড়ুন: মুখোশ ছাড়া জমায়েতের মাঝে বিজেপি বিধায়ক, হাতে মশাল নিয়ে নতুন স্লোগান
সুরেন্দ্রন ভিডিয়োটির পোস্টে লিখেছেন, ‘‘প্রতিটি সুস্থ হয়ে ওঠা এক একটি জয়। এই ব্যক্তি কেরলের কাসারগড় সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরছেন।’’
আরও পড়ুন: ঐক্যের বার্তা দিতে গিয়ে নিজের মুখে আগুন লাগিয়ে ফেললেন যুবক!
কেরলে তিনশোর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে আবার পঞ্চাশের কাছাকাছি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সুরেন্দ্রনের পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় আট হাজার বার দেখা হয়েছে।
দেখুন সেই ভিডিয়ো:
Every recovery is a triumph.
— Kadakampally Surendran (@kadakampalli) April 4, 2020
This man recovered from Covid19 and is getting discharged from the hospital. Cheered by patients and staff, this happy scene is from govt hospital, Kasargod, Kerala.#keralafightsCorona #Covid19India pic.twitter.com/pOxR1uMNLY
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy