লকডাউনে বিলাশবহুল পোরশা নিয়ে বেরিয়ে শেষে রাস্তায় সবার সামনে কান ধরে ওঠবস করতে হল এক ব্যবসায়ী পুত্রকে। মধ্যপ্রদেশের ইনদওরের ঘটনা। ঘটনার সময় সেখানে উপস্থিত কয়েক জন গোটা কাণ্ড ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ব্যবসায়ী আবার এই ঘটনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি হলুদ রঙের টু-সিটার পোরশা নিয়ে রাস্তায় বেরিয়েছেন এক যুবক। তাঁকে আটকেছেন ইনদওরের সিকিউরিটি কাউন্সিলের এক কর্মী। অবসরপ্রাপ্ত সেনা, প্যারামিলিটারি, পুলিশ কর্মীদের নিয়ে এই সিকিউরিটি কাউন্সিল তৈরি। তাঁরা সেচ্ছাসেবকের মতো কাজ করেন। তাঁদেরই একজন গাড়িটি দাঁড় করিয়ে যুবককে বেরিয়ে আসতে বলেন।
গাড়ি রাস্তার ধারে পার্ক করে কাগজপত্র হাতে নিয়ে নামতে যান ওই যুবক। কিন্তু সিকিউরিটি কাউন্সিলের সদস্য বলেন, “ও সব কাগজপত্র কিছু লাগবে না। আপনি গাড়ি থেকে বেরিয়ে আসুন।” গাড়ি থেকে বেরিয়ে আসার পর লকডাউন ভেঙে গাড়ি নিয়ে রাস্তায় বেরনোর ‘অপরাধে’ কান ধরে ওঠবস করানো হয় তাঁকে।
আরও পড়ুন: টম হ্যাঙ্কসের কাছ থেকে চিঠি, উপহার পেল আট বছরের করোনা
বছর কুড়ির এই যুবক ইনদওরের আশা কনফেকশনারির মালিক দীপক দারিয়ানির ছেলে। জানা গিয়েছে, তাঁর ছেলেকে এভাবে রাস্তায় সবার সামনে শাস্তি দেওয়ার জন্য পুলিশে অভিযোগ দায়ের করেছেন দীপক।
আরও পড়ুন: করোনা আক্রান্ত মায়ের সঙ্গে ভিডিয়ো কলে দেখা ৬ দিনের শিশুর
পোরশা নিয়ে বেরিয়ে কান ধরে উঠবস:
joyride in a high-end Porsche convertible car amid the #coronavirus #lockdown in Indore ended in doing sit ups #Covid_19 @ndtv #coronavirus #LockdownQuestions pic.twitter.com/mK5tImJYqJ
— Anurag Dwary (@Anurag_Dwary) April 26, 2020
Look at this clown who is roaming around the city in his Porsche in Indore.#lockdownindia #Indorelockdown #Covid_19india pic.twitter.com/T6YYzsjDSp
— Heisenberg 🏹 (@urgoddamnright_) April 25, 2020
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)