Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Charminar

হায়দরাবাদের ঐতিহাসিক সৌধ চারমিনার থেকে খসে পড়ছে চাঙড়

হায়দরাবাদের চারমিনার থেকে বুধবার রাতে খসে পড়ল একটি চাঙড়। চারটির মধ্যে একটি মিনার থেকে চুনাপাথরের একটি পলেস্তারা খসে পড়েছে

চারমিনার থেকে খসে পড়ল চাঙড়। ফাইল চিত্র ।

চারমিনার থেকে খসে পড়ল চাঙড়। ফাইল চিত্র ।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০২ মে ২০১৯ ১৮:০২
Share: Save:

হায়দরাবাদেচারমিনার থেকে বুধবার রাতে খসে পড়ল একটি চাঙড়। চারটির মধ্যে একটি মিনার থেকে চুনাপাথরের একটি পলেস্তারা খসে পড়েছে। গভীর রাতে এই ঘটনা ঘটায় কেউ আহত হননি। তবে ৪২৮ বছরের পুরনো সৌধ থেকে যে ভাবে চাঙড় খসে পড়ল তাতে চারমিনারর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গেল।

চারমিনারের দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, মক্কা মসজিদের দিকে যে মিনারটি রয়েছে তার গ্রানাইট স্ল্যাব থেকে আলগা হয়েই ওই অংশটি ভেঙে পড়েছে।

যেখানে চাঙড়টি ভেঙেছে পুলিশ সেই জায়গাটা ঘিরে রেখেছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে ঘুরতে বা নানা কাজে আসেন।পুরাতত্ত্ব বিভাগ ক্ষতিগ্রস্ত অংশমেরামতের কাজ শুরু করেছে।

আরও পড়ুন : দু’হাত বাড়িয়ে ডাকছে হায়দরাবাদ

আরও পড়ুন : বুনো হাতিকে চুমু খেতে গিয়ে রক্তাক্ত যুবক

১৫৯১ সালে কুতুব শাহী রাজবংশের পঞ্চম শাসক মহম্মদ কুলি কুতুব শাহী এই চারমিনার তৈরি করেছিলেন।

মিনারগুলি প্রতিটি ৫৬ মিটার উঁচু। ঐতিহাসিক সৌধ অনুরাগীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, রক্ষণাবেক্ষণে গাফিলতি নিয়ে।

অন্য বিষয়গুলি:

Charminar Hyderabad Damaged
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE