বিপিন রাওয়াত
ইসলামাবাদ সীমান্ত সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে নয়াদিল্লি ‘অন্য পদক্ষেপ’-এর বিষয়ে ভাবনাচিন্তা করবে। শনিবার ভারতীয় সেনা বাহিনীর এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
নিয়ন্ত্রণরেখায় রোজ গোলাগুলি এবং উপত্যকায় চলতে থাকা অশান্তি প্রসঙ্গে মুখ খুলে এ দিন ফের পাকিস্তানের দিকেই আঙুল তুলেছেন সেনাপ্রধান। অত্যন্ত কঠোর বার্তা দিয়ে জেনারেল রাওয়াতের মন্তব্য, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে প্রয়োজনে অন্য পদক্ষেপ করা হবে।’’
অন্য পদক্ষেপ বলতে ঠিক কী বোঝাতে চাইলেন সেনা প্রধান, যদিও সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি রাওয়াত। তিনি বলেন, ‘‘পাকিস্তান জম্মু-কাশ্মীর সীমান্তে ধারাবাহিক ভাবে সন্ত্রাসে মদত দিয়ে চলেছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার জন্য আমরা সব রকম চেষ্টা করে চলেছি।’’ এর পরেই অনেকটা হুমকির সুরে সেনাপ্রধান বলেন, ‘‘প্রতিবেশী দেশ একাধিক বার ছায়া যুদ্ধে মদত দিয়ে আসছে। উপত্যকায় জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে। বিষয়টি নিয়ে নয়াদিল্লি একাধিক বার তাদের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু, ইসলামাবাদের তরফে কোনও সদিচ্ছা দেখা যাচ্ছে না।’’
পাশাপাশি জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান ফের এক বার স্পষ্ট করেছেন জেনারেল রাওয়াত। তিনি বলেছেন, ‘‘জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এটা আইনতও বৈধ।’’ এ বিষয়ে পাকিস্তানকে হুঁশিয়ারির সুরে সেনা প্রধান বলেন, ‘‘যে কোনও রকম পরিস্থতি মোকাবিলা করার ক্ষমতা রয়েছে আমাদের। পাকিস্তান যদি ধারাবাহিক ভাবে সন্ত্রাসে মদত দেয়, তা হলে আমাদেরও অন্য ভাবনাচিন্তা করতে হবে।’’
আরও পড়ুন: বিজনেস পার্টনারকে মেরে ২৫ টুকরো, পরে নিজের স্ত্রীকেও খুন!
মাঝে মধ্যেই জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে চলেছে পাকিস্তান। অন্য দিকে, অনুপ্রবেশ রুখতে ভারতীয় বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। যার জেরে নিয়ন্ত্রণরেখায় প্রায় রোজ গোলাগুলি চলছে। এই পরিস্থিতি যে ভারত অনন্ত কাল জিইয়ে রাখতে চায় না, সেনা প্রধানের মন্তব্যে তারই ইঙ্গিত। ভারত যে এ বার কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এগোবে, সে বার্তা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দিয়েছে।
(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy