অভিনেতা নাসিরুদ্দিন শাহের সমর্থনে এ বার এগিয়ে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। — ফাইল চিত্র।
দেশে অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আক্রোশের মুখে পড়েছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সেই অভিনেতার সমর্থনে এ বার এগিয়ে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অভিনেতার পাশে দাঁড়িয়ে অমর্ত্য সেন বললেন, ‘‘অভিনেতাকে অহেতুক যে বিরক্ত করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। দেশে এই মুহূর্তে যা চলছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এখনই এ সব বন্ধ হওয়া দরকার।’’
একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকালই কলকাতায় এসেছিলেন অমর্ত্য সেন। আর সেখানেই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন ৮৫ বছর বয়সী অর্থনীতিবিদ। অমর্ত্য সেনের কথায়, ‘‘যে কোনও বিষয়ে কারও মন্তব্য সহ্য করতে না পারার ক্ষমতা আসলে খুবই বিপজ্জনক একটা ব্যাপার। এই ধরনের ঘটনা মানুষের বিচার বিবেচনার ক্ষমতাকে নষ্ট করে দেয়।’’
গত মাসে উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক পুলিশ অফিসারের হত্যার পর মুখ খুলেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সে ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ উগরে নাসির বলেছিলেন, এ দেশে তাঁর সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তা হয়! একই সঙ্গে তিনি বলেছিলেন, ‘‘যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয় না। এ দেশে তো দেখছি এখন একজন নিহত পুলিশ অফিসারের থেকে গরুর গুরুত্ব অনেক বেশি।’’
আরও পড়ুন: খোলামেলা পোশাকে নাচতে বাধ্য করা হত, তারপর ধর্ষণ! বিহার হোম কাণ্ডে চার্জশিট
আরও পড়ুন: লোকসভা ভোটে ত্রিশঙ্কু ফলের অপেক্ষায় নিতিন গডকড়ী! দাবি শিবসেনার
অভিনেতার এ হেন মন্তব্যের কারণে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এমনকি একটি সাহিত্য উৎসবে যোগদান করতেও দেওয়া হয়নি ৬৮ বছরের অভিনেতাকে।
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy