প্রতীকী ছবি।
যিনিই মেকআপ করেন, তিনি জানেন যে সময় মতো তা তুলতেও হয়। বাইরে থেকে এসে মেকআপ না তুলে বিছানায় যেতে নেই, সে কথা নতুন তো নয়। বহু যুগ ধরেই বলে আসা হয়। তা সত্ত্বেও অনেকে আছেন, কখনওই রাতের মেকআপ তোলেন না। কেউ কেউ ক্লান্ত হয়ে গেলে লিপস্টিক-আইলাইনার নিয়েই চলে যান বিছানায়।
কিন্তু দিনের পর দিন মেকআপ না তুললে কী হয়? সে কথা জানা থাকলে হয়তো বা সহজ হবে মেকআপ তোলার অভ্যাস করে ফেলা।
চর্মরোগ চিকিৎসকদের বক্তব্য, ত্বকে মেকআপ থাকলে তার উপরে ধুলো-ময়লা জমতে থাকে। মেকআপ না তুললে সে সবও থেকে যায় রাতভর। তার যেরে ত্বকের সম লোমকুপ বন্ধ হয়ে যেতে পারে। প্রদাহ সৃষ্টি হয়। আর ব্রণর সমস্যা দেখা দেয়।
আরও সমস্যা আছে। ঘুমের সময়ে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গের স্বাভাবিক যত্ন হয়। যে কারণে কাজের শক্তি বাড়ে। কিন্তু মেকআপ থাকলে চামড়ায় হাওয়া খেলে না। ফলে খানিকটা কমই দেখভাল হয় ত্বকের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy