Advertisement
০৬ নভেম্বর ২০২৪

Mehendi: হাতে মেহেন্দি লাগাচ্ছেন? কী করে রং আরও গাঢ় করবেন জেনে নিন

এখন বাঙালিরা অনেক অনুষ্ঠানেই মেহেন্দি লাগান। তবে মেহেন্দির রং গাঢ় না হলে দেখতে ভাল লাগে না। কী করে করবেন?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৭:২১
Share: Save:

বিয়ের অনুষ্ঠানে মেহেন্দির সাজ বাঙালিদের নয়। তবে এখন বেশির ভাগ কনেই বিয়ের দিন মেহেন্দি করেন। এবং তাঁর পাশাপাশি কনের আত্মীয়রা, বান্ধবীরাও মেহেন্দি করেন। রীতিমতো মেহেন্দির আলাদা অনুষ্ঠান হয়ে অনেক বিয়েতে। তা ছাড়াও অনেকে বাড়িতে মেহেন্দি লাগাতে ভালবাসেন। কিন্তু বাড়িতে মেহেন্দি করলে কিছুতেই রং গাঢ় হয় না। অনেকে মনে করেন বিবাহিত মহিলাদের মেহেন্দির রং যত গাঢ় হবে, তত নাকি তাঁর সংসার সুখের হবে। তবে সেটা কিছু মানুষের বিশ্বাস। কিন্তু ফ্যাকাসে মেহেন্দির রং যে দেখতে ভাল লাগে না, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কী করে নিশ্চিত করবেন যে আপনার মেহেন্দি গাঢ় সুন্দর রং ধরুক? জেনে নিন কিছু সহজ উপায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১। জলে চিনি ফুটিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিন। মেহেন্দি শুকিয়ে গেলে এই মিশ্রণে হাতে ঘষে নিন।

২। ভিক্স বা অন্য কোনও বাম লাগিয়ে নিতে পারেন। দারুণ রং ধরবে। অনেকে ভ্যাসলিনও লাগিয়ে থাকেন। তবে বামেই বেশি কাজ দেবে।

৩। একটি কড়াইয়ে লবঙ্গ গরম করম। তার তাপে মেহেন্দি করা হাত সেঁকে নিন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

৪। সরষের তেল মালিশ করে নিতে পারেন। আলতার রং গাঢ় করতে এই পদ্ধতি প্রয়োগ করতেন আমাদের মা-ঠাকুমারা।

৫। আচারের তেল লাগান অনেকে। তাতেও সমান ভাবেই কাজ দেবে

৬। মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর অনেকক্ষণ হাতে জল দেবেন না। যত বেশিক্ষণ জল না দিয়ে রাখতে পারবেন তত বেশি রং উজ্জ্বল হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE