ফাইল চিত্র।
এটিএম কার্ড ছাড়া রাস্তাঘাটে চলার কথা ভাবাই যায় না। সব সময় বেশি টাকা সঙ্গে নিয়ে যাওয়া খুবই ঝুঁকির। তাই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে এটিএম কার্ড দেওয়া হয় গ্রাহকদের। কার্ডটি ব্যবহার করার জন্য চার ডিজিটের একটি পিন নম্বরও দেওয়া হয়। সেটা ব্যবহার করেই এটিএম থেকে আমরা টাকা তুলি। এই পর্যন্ত আমরা সবই জানি। কিন্তু এটিএম কার্ডে চার ডিজিটের পিন নম্বর কেন থাকে? কেন ওই নম্বর ৬ ডিজিট বা ৮ ডিজিটের হয় না!
এটিএম মেশিন আবিষ্কার করেন জন অ্যাড্রিয়ান শেপার্ড-ব্যারন। ১৯৬৭ সাল থেকে এই মেশিনের ব্যবহার শুরু হয়। মেশিন আবিষ্কারের সময় ব্যারন এটিএম কার্ডের পিন নম্বর ৬ সংখ্যার রেখেছিলেন। কিন্তু তাঁর স্ত্রী ক্যারোলাইন কার্ডের পিনের ছ’টি সংখ্যা কোনও ভাবেই মনে রাখতে পারছিলেন না। শুধু মাত্র ৪টে সংখ্যাই তিনি মনে রাখতে পারছিলেন। সেখান থেকেই ব্যারন সিদ্ধান্ত নেন, পিন নম্বর ৪ সংখ্যার বেশি হবে না। তখন থেকেই শুরু এটিএম কার্ডের পিন নম্বর চার সংখ্যার হওয়ার। যদিও সম্প্রতি কিছু ব্যাঙ্ক নিরাপত্তার খাতিরে ৬ সংখ্যার পিন ব্যবহার করছে এটিএম কার্ডে।
আরও খবর...
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy