অন্তর্বাস ঠিকঠাক না হলে, অস্বস্তি বাড়ে। ছবি: সংগৃহীত।
শৌখিন পোশাকের সঙ্গে সঠিক অন্তর্বাস পরা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে অন্তর্বাসের মাপ ঠিক হওয়া প্রয়োজন। অন্তর্বাস ঠিকঠাক না হলে, অস্বস্তি বাড়ে। এমনকি দীর্ঘ দিনের ব্যবহারে স্তনের গঠনও খারাপ হয়ে যেতে পারে। তাই অন্তর্বাস পরার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে।
১) স্ট্র্যাপ উল্টে যাওয়ার পাশাপাশি, ব্রা-র পিছন দিকটিও অনেক সময়ে গুটিয়ে যায়। তা অস্বস্তির জন্ম দেয়। সে বিষয়টিও খেয়াল রাখা জরুরি।
২) অনেক সময়ে স্তনের কিছু অংশ অন্তর্বাস থেকে বাইরে বেরিয়ে যায়। পোশাক পরলেও তা ফুটেও ওঠে। স্তনের চেয়ে ছোট মাপের কোনও অন্তর্বাস পরলে সাধারণত এমন হয়। ফলে স্তনের মাপ জেনে, তার পর উপযুক্ত অন্তর্বাস কেনাই বাঞ্ছনীয়।
শৌখিন পোশাকের সঙ্গে সঠিক অন্তর্বাস পরা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে অন্তর্বাসের মাপ ঠিক হওয়া প্রয়োজন। অন্তর্বাস ঠিকঠাক না হলে, অস্বস্তি বাড়ে। এমনকি দীর্ঘ দিনের ব্যবহারে স্তনের গঠনও খারাপ হয়ে যেতে পারে। তাই অন্তর্বাস পরার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে।
১) স্ট্র্যাপ উল্টে যাওয়ার পাশাপাশি, ব্রা-র পিছন দিকটিও অনেক সময়ে গুটিয়ে যায়। তা অস্বস্তির জন্ম দেয়। সে বিষয়টিও খেয়াল রাখা জরুরি।
২) অনেক সময়ে স্তনের কিছু অংশ অন্তর্বাস থেকে বাইরে বেরিয়ে যায়। পোশাক পরলেও তা ফুটেও ওঠে। স্তনের চেয়ে ছোট মাপের কোনও অন্তর্বাস পরলে সাধারণত এমন হয়। ফলে স্তনের মাপ জেনে, তার পর উপযুক্ত অন্তর্বাস কেনাই বাঞ্ছনীয়।
৩) অন্তর্বাস পরার পর স্ট্র্যাপগুলি যেন ঠিক ভাবে কাঁধের উপর বসে, সে দিকে খেয়াল রাখা জরুরি। এ ছাড়া অন্তর্বাসের স্ট্র্যাপ যেন ঢিলে না হয় থাকে, সে কথাও মনে রাখুন।
৪) অন্তর্বাস পরার সময়ে খেয়াল রাখুন, কাপগুলি সঠিক জায়গায় বসেছে কি না। অনেক সময়ে বিভিন্ন কারণে সেগুলি বিপরীতমুখী হয়ে যায়। তাই পোশাক পরার পর ভাল করে এক বার দেখে নিন।
৫) নতুন অন্তর্বাস পরার সময়ে স্তনের মাপ অনুযায়ী নির্দিষ্ট হুকে অন্তর্বাসের শেষ প্রান্তটি আটকান। এই অন্তর্বাসে মূলত তিনটি জায়গা থাকে হুক আটকানোর। অনেকে তাড়াহুড়োয় কোনও কিছু না দেখেই যে কোনও একটি জায়গায় হুক আটকে দেন। এতে সমস্যা হতে পারে। কোন জায়গাটিতে হুক আটকালে স্বস্তি হচ্ছে, সেটা বুঝে নিয়ে অন্তর্বাস পরুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy