টুইটারে এখন ভালবাসার ছড়াছড়ি। এত দিন কারও টুইট পছন্দ হলে স্টার আইকনে ক্লিক করে নিজের পছন্দ জানানো যেত। স্টার ক্লিক করলেই সেটা হয়ে যেত আপনার ফেভরিট টুইট। এ বার ফেভরিটের বদলে টুইটার নিয়ে এল ইন্সটাগ্রাম স্টাইলের হার্ট-শেপ লাইক অপশন। আজ থেকে টুইটিরা ফেভরিটের বদলে লভ অপশন ক্লিক করে জানাবেন নিজের পছন্দ।
টুইটার অ্যাপ ও ওয়েব, দুই জায়গাতেই দেখা যাবে রেড হার্ট আইকন। টুইটারে অন্য অ্যাপ ভাইনও ব্যবহার করবে এই নতুন হার্ট অপশন। মঙ্গলবার এক বিবৃতিতে টুইটারের তরফে জানানো হয়, ‘‘আমরা টুইটারকে আরও সহজ ও সুন্দর করতে চাইছি। স্টার আইকন অনেক সময় বুঝতে অসুবিধা হয়। বিশেষ করে যাঁরা নতুন টুইটার ব্যবহার করছেন তাঁদের কাছে বেশ সমস্যার ব্যাপার। অনেক কিছুই আপানার ভাল লাগতে পারে কিন্তু তার মানেই সব কিছু ফেভরিট হবে তার কোনও মানে নেই।’’
হার্ট আইকন ক্লিক করে যা যা বোঝানো যাবে- ‘ইয়েস’, ‘কনগ্র্যাটস’, ‘ওয়াও’! ‘এলওএল’, ‘হাই ফাইভ’, ‘বিস্ময়’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy