Advertisement
E-Paper

সমাজমাধ্যমের পোস্টে কোন ৭ বিষয়ের উল্লেখ করা উচিত নয়? সতর্ক না হলেই প্রতারিত হবেন

সমাজমাধ্যমের পোস্টে কোন কোন বিষয় উল্লেখ করা একেবারেই ঠিক নয়, সে নিয়ে স্বচ্ছ ধারণা নেই অনেকেরই। সে কারণেই এখন বিভিন্ন সমাজমাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।

Things you should avoid doing on social media

সমাজমাধ্যমে পোস্ট করার সময়ে কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন? ছবি: ফ্রিপিক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫
Share
Save

সমাজমাধ্যমে পোস্ট করার সময়ে সতর্ক থাকেন তো? এমন কিছু পোস্ট অনেকেই করেন, যা বিপজ্জনক হতে পারে। পোস্টে কোন কোন বিষয় উল্লেখ করা একেবারেই ঠিক নয়, সে নিয়ে স্বচ্ছ ধারণা নেই অনেকেরই। সে কারণেই এখন বিভিন্ন সমাজমাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। প্রতারকদের জালে জড়িয়ে সর্বস্ব খুইয়েছেন, এমন উদাহরণও অনেক। যদি আপনিও পোস্টে এমন কিছু জিনিসের উল্লেখ করে থাকেন, তা হলে তা মুছে দেওয়াই শ্রেয়।

সমাজমাধ্যমের পোস্টে কখনওই লোকেশন ট্যাগ করবেন না। আপনি যেখানেই বেড়াতে যান বা খেতে যান না কেন, সেই ছবি দিলেও কোথায় গিয়েছেন সে তথ্য জানাবেন না। বিশেষ করে লোকেশন ট্র্যাকারে ট্যাগ করে অনেকেই সেই জায়গার ঠিকানা-সহ বিস্তারিত বিবরণও দেন। এমন করলেই বিপদে পড়তে পারেন।

নিজের বাড়ির ছবি দিলেও ঠিকানা বা বাড়ির নম্বর অথবা কোন এলাকায় আপনার বাড়ি তার উল্লেখ করবেন না। বাড়ির চারপাশের রাস্তাঘাটের ছবিও না দেখানোই ভাল।

আপনার সন্তান কোন স্কুলে পড়ছে সেই তথ্য ভুলেও দেবেন না। কেবল তা-ই নয়, স্কুলের ইউনিফর্ম পরা শিশুর ছবিও পোস্ট করবেন না। এক শ্রেণির শিশু পাচারকারী সমাজমাধ্যমে খুব সক্রিয় থাকে। তাই সতর্ক থাকতেই হবে।

অনেকেই সমাজমাধ্যমে পোস্ট করে তাঁর সারা দিনের কাজকর্ম বা পরিকল্পনার কথা জানান। এটা করা বিপজ্জনক। আপনি জানতেও পারবেন না, কখনও আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাত ঘুরে ডার্ক ওয়েবে চলে যাবে।

কম্পিউটারের আইপি অ্যাড্রেস কখনওই সমাজমাধ্যমের কোনও পোস্টেই উল্লেথ করবেন না। অনেকেই নিজের কম্পিউটার বা ল্যাপটপের ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন। এমন করলেই প্রতারণার জালে জড়াতে পারেন।

সমাজমাধ্যমে কে কী পোস্ট করবেন, তা ব্যক্তি স্বাধীনতার আওতায় পড়ে। তবে সে ছবি, ভিডিয়ো বা রিলে শিশু নগ্ন থাকলে, শিশু সুরক্ষা কমিশন হস্তক্ষেপ করতে পারে। ছেলে বা মেয়ে বয়সে যতই ছোট হোক তার জামাকাপড় ছাড়া কোনও ছবি, ভিডিয়ো বা রিল পোস্ট করা আইনত দণ্ডনীয়। তাই সতর্ক থাকুন।

ইমেল আইডি-ও সমাজমাধ্যমে শেয়ার করা উচিত নয় বলেও বহু বার সতর্ক করেছে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ। আজকাল অনেকেই নিজের ইমেল বা জিমেল আইডি সমাজমাধ্যমে শেয়ার করেন। এই সব তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা। তার পরে ইমেলে অথবা জিমেলে বিভিন্ন লিঙ্ক মারফত ম্যালঅয়্যার পাঠিয়ে প্রতারণার চেষ্টা করে। তাই সাবধান থাকতেই হবে।

Social Media

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}