কী কথা বয়ে আনছে একটি বার্তা? ফাইল চিত্র
কখনও সম্পর্ক নতুন বাঁক নেয়। তাতে আনন্দ আছে। আবার জটিলতাও দেখা দিতে পারে। তবে কিছু বন্ধু ধীরে ধীরে একে অপরের কাছে বন্ধুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। করোনার সময়ে যখন বন্ধুর সঙ্গে প্রায় দেখাই হচ্ছে না, তখন এমন কী দেখে বুঝবেন কোন দিকে ঘুরতে চলেছে সম্পর্ক?
বন্ধুর সঙ্গে ফোনে বার্তা আদানপ্রদান হয় নিশ্চই? সেই বার্তাই আরও নতুন কোনও খবরের ইঙ্গিত বয়ে আনতে পারে।
সময়
মুঠো ফোনে কিছু লিখে পাঠানোর সঙ্গে সঙ্গেই কি আসে উত্তর? এমনটা কি তিনি বাকিদের সঙ্গেও করছেন? নাকি একা আপনিই চোখের পাতা পড়ার আগে উত্তর পাচ্ছেন?
দৈর্ঘ
দীর্ঘ বার্তা লিখে পাঠাচ্ছেন কি তিনি? অর্থাৎ, আপনার সঙ্গে অনেক কথা বলার ইচ্ছা প্রকাশ করছেন। কথা ফুরিয়ে যাতে না যায়, সে দিকে নজর দিচ্ছেন।
প্রশংসা
কথায় কথায় প্রশংসা করছেন কি আপনার বিভিন্ন কাজের? আপনি কোনও সামান্য কথা বললেও তাঁর কি খুব ভাল লাগছে? সেই ভাল লাগা ঘনঘন প্রকাশও করে ফেলছেন কি তিনি?
এমন সব ঘটনা যদি বারবার নজর পড়ে, তবে বুঝতে হবে সেই বন্ধু বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছেন আপনাকে। অর্থাৎ, বন্ধুত্ব পেরিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন সম্পর্ক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy