Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
Cassandra De Pecol

৪০ দিনে ১৫টা দেশ ঘুরতে পারলেই রেকর্ড করবেন ইনি

ছোটবেলা থেকেই বদ্ধ ঘরে থাকার অভ্যেস নেই তাঁর। জগত্টাকে দেখার নেশা সব সময় তাড়িয়ে বেরিয়েছে তাঁকে। কিন্তু এ ভাবে বিশ্বের আনাচ কানাচ ঘুরে স্বপ্ন সার্থক করতে পারবেন, তা নিজেই বিশ্বাস করতে পারছেন না। হাতে মাত্র ৪০ দিন। এর মধ্যে যদি আরও ১৫টি দেশ ঘুরে ফেলতে পারেন, তাহলে তিনিই হবেন প্রথম মহিলা যিনি সবচেয়ে কম সময়ে বিশ্বের সবক’টি দেশ ঘুরে ফেলবেন।

বিশ্ব ভ্রমণে ক্যাসেন্দ্রা দে’পেকল

বিশ্ব ভ্রমণে ক্যাসেন্দ্রা দে’পেকল

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ১৪:৩৯
Share: Save:

ছোটবেলা থেকেই বদ্ধ ঘরে থাকার অভ্যেস নেই তাঁর। জগত্টাকে দেখার নেশা সব সময় তাড়িয়ে বেরিয়েছে তাঁকে। কিন্তু এ ভাবে বিশ্বের আনাচ কানাচ ঘুরে স্বপ্ন সার্থক করতে পারবেন, তা নিজেই বিশ্বাস করতে পারছেন না। হাতে মাত্র ৪০ দিন। এর মধ্যে যদি আরও ১৫টি দেশ ঘুরে ফেলতে পারেন, তাহলে তিনিই হবেন প্রথম মহিলা যিনি সবচেয়ে কম সময়ে বিশ্বের সবক’টি দেশ ঘুরে ফেলবেন। তিনি, আমেরিকার কানেক্টিকাটের বাসিন্দা ২৭ বছর বয়সী ক্যাসেন্দ্রা দে’পেকল ইতিমধ্যেই ১৮১টি দেশ ঘুরে ফেলেছেন। ঘোরা তাঁর সখ হলেও নানা ধরনের কাজও করেছেন বিভিন্ন দেশে। পানামার জঙ্গল নিয়ে ডিসকভারি চ্যানেলের সহযোগিতায় ফিল্ম তৈরি করেছেন। কিন্তু গোটা বিশ্ব ঘোরার অর্থ কীভাবে জোগালেন পেকল? প্রোজেক্টের মোট খরচ প্রায় ২ লক্ষ ডলার। পুরোটাই স্পনসর করেছে এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা। বিশ্বের সব দেশ ঘোরার পিছনে আরও একটি কারণ রয়েছে। ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব পিস-এর হয়ে বিশ্ব নাগরিক এবং শান্তির দূত হিসাবে সব দেশের কাছে পৌঁছেছেন। পেকলের চোখ দিয়ে দেখে নেওয়া বিভিন্ন দেশের কিছু ছবি।

আরও পড়ুন- হাজার হাজার বইয়ে ঢেকে গিয়েছে রাজপথ, কেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE