আপনি কত বছর বাঁচবেন জানতে চাইলে কী বলবেন? বলবেন মৃত্যুর কথা কি আগাম জানা যায়? ভবিতব্যের হাতে সব ছেড়ে দিয়েছেন। তবে বলব ভুল ভাবছেন। আপনার জিভের লালাই বলে দেবে অকাল মৃত্যুর আশঙ্কা আছে কি না। এমনই দাবি ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকের।
ব্রিটিশ গবেষকদের দাবি, জিভের লালায় অ্যান্টিবডির পরিমাণ কম থাকলে মৃত্যুর আশঙ্কা বাড়ে। পরীক্ষায় দেখা যাচ্ছে, জিভের লালায় থাকে ইমিউনোগ্লোবিন-এ নামে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডির পরিমাণের উপর নির্ভরশীল মৃত্যুর হার। বিভিন্ন কারণে কমে যেতে পারে এই অ্যান্টবডির পরিমাণ। যেমন, স্ট্রেস, বয়স, ধূমপান, রোগভোগে। প্রায় ৬৩৯ জন লোকের উপর এই পরীক্ষাটি চালানো হয়। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে প্লস ওয়ান নামে জার্নালে।
পড়ুন: পর্ন দেখার পর স্যালাইভা টেস্ট জানাবে সন্তান চাইছেন কি না
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy