ডেটিং-এ যাবেন? নিরাপত্তার দিকটি ভুললে চলবে না। ছবি: সংগৃহীত।
আড় চোখে দেখা, পাড়ার কোচিংয়ে চিঠি চালাচালি, লাজুক মুখে বলতে চাওয়া ‘তোমায় ভালবাসি'। সে দিন গিয়েছে।
এখন আলাপ, কথা, দেখাশোনায় অ্যাপই ভরসা। কোচিং বা কলেজে প্রেমের চেয়েও বিশেষ বন্ধু খুঁজতে শুধু তরুণ প্রজন্ম নাম লেখায় (প্রোফাইল খোলে) অ্যাপে। বিবাহবিচ্ছিন্ন, একাকী প্রৌঢ় মানুষেরাও ইদানীং সঙ্গী খুঁজতে ভরসা রাখেন অ্যাপেই। আলাপ, তার পর দেখাসাক্ষাৎ, কফি ডেটে যাওয়া... এগুলো খুব চটজলদি হতে থাকে বর্তমান প্রজন্মের জীবনে।
সাবধানের মার নেই
গত কয়েক বছরে ডেটিং অ্যাপের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে অভিযোগও। কাউকে মিষ্টি কথায় ভুলিয়ে ডেকে এনে পকেট ফাঁকা করা থেকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। বিপদের কথা বলে সাহায্য চেয়ে জালিয়াতির অভিযোগ নতুন নয়। অনেক সময় ডেটিং সাইটে কারও সঙ্গে কয়েকদিন কথা বলার পরে তাঁর গতিবিধিতে সর্বক্ষণ নজরদারির করার কথাও শোনা যায়। সে কারণেই ডেটিংয়ের সময় সাবধানতাও জরুরি। নতুন কারও সঙ্গে সাক্ষাতের সময় যেমন জরুরি, তেমনই ডেটিং সাইটে প্রোফাইল খোলার পর থেকে কথোপকথন চালানোর সময়ও সতর্ক থাকা দরকার। প্রোফাইলে ব্যবহারের জন্য এমন কোনও ছবি রাখা দরকার, যা অন্যান্য সমাজমাধ্যমে ব্যবহার করা হয়নি। পাশাপাশি নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ব্যবস্থাও করতে হবে। অনেক সময় ডেটিং অ্যাপ ভুয়ো বলেও অভিযোগ ওঠে। এ ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। ডেটিং অ্যাপে আলাপের পরে প্রথম সাক্ষাতের সময় বিপদ এড়াতে কোন কোন শর্ত মেনে চলবেন? কোন কোন কাজ কাজ ডেটিং এর সময় না করাই ভাল?
তাড়াহুড়ো করলেই বিপদ!
আজকে কথা, পরশু দেখা, তরশু এক সঙ্গে বেড়িয়ে পড়া। কথা থেকে কফি ডেট এবং ঘুরে-ফিরে আসা— সবটুকুই এখন ঘটে যায় অতি দ্রুত, পরস্পরকে চিনে নেওয়ার আগেই। তবে এই তাড়াহুড়োতেই ঘটে যেতে পারে বিপদ। ফোনের অন্য প্রান্তের অদেখা, অচেনা মানুষটিকে একটু চিনে নেওয়ার পরই দেখা করার প্রস্তাবে সম্মতি দেওয়া দরকার। প্রথম দর্শনেই কারও ব্যক্তিগত গাড়িতে লং ড্রাইভ এড়িয়ে চলতে পারেন।
সাক্ষাৎ কোথায়?
প্রথম আলাপ নিভৃতে, নির্জনে, ফাঁকা বাড়িতে? নৈব নৈব চ। সাক্ষাৎ হোক দু’জনেরই সুবিধামতো কোনও স্থান। তবে সেখানে যেন আরও পাঁচজনের উপস্থিতি থাকে। তা হতে পারে শপিং মল, প্রেক্ষাগৃহ, ক্যাফে বা এমন কোনও জায়গা, যেখানে লোকজনের আনাগোনা রয়েছে।
গোপন কথাটি রবে না গোপনে
গোপনে দেখা করার পরিকল্পনাটি গোপনে না করাই ভাল। ঢাকঢোল পিটিয়ে বাবা-মাকে বলা না গেলেও ঘনিষ্ঠ বন্ধু, ভরসাযোগ্য কোনও মানুষকে বলে যাওয়া দরকার। যাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাঁর নাম, ধাম, পরিচয় অন্তত এক জনকেও জানিয়ে গেলে, বিপদ এড়ানো যেতে পারে।
সীমাবদ্ধতা স্পষ্ট হোক
প্রথম দর্শনে নিজেদের সীমারেখা দু’তরফের জন্যই স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। প্রথম সাক্ষাতে না হোক, কয়েক বারের সাক্ষাতের পর মদ্যপানের পরিকল্পনা থাকলেও, কোথায়, কখন থামতে হবে, সে ব্যাপারে ধারণা থাকা বাঞ্ছনীয়। জনবহুল রেস্তরাঁ বা পানশালাতে গেলেও, পানীয় অরক্ষিত অবস্থায় রেখে চলে না যাওয়াই ভাল।
বেচাল বুঝলে
প্রথম সাক্ষাতে যদি নতুন মানুষটিকে ঠিক পছন্দ না হয় বা বেচাল কিছু মনে নয়, দেরি না করে বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলে বেরিয়ে আসাই ভাল। প্রয়োজনে আগে থেকে জানিয়ে রাখা ব্যক্তির সাহায্য নিতে পারেন। বিপদ বুঝলে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন।নিজের সুরক্ষা নিজের কাছেই, এ কথা ভুললে চলবে না।
সাবধান হওয়া দরকার শুরুতেই
রকমারি ডেটিং সাইটে অসংখ্য প্রোফাইল, অসংখ্য মানুষ, তাঁরা সকলেই সব তথ্য সত্যি দেন না। তাই শুরুতেই গড়গড়িয়ে ব্যক্তিগত তথ্য না বলে রয়েসয়ে কথা বলাই ভাল। আর বিপদের অছিলায় টাকা চাইলে শুরুতেই সতর্ক হওয়া প্রয়োজন। যদি অন্য পক্ষ শুরুতেই যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলে, খোলামেলা পোশাকের ছবি চায়, তা হলেও কিন্তু বুঝেশুনে পা ফেলাই বুদ্ধিমত্তার পরিচয় হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy