Advertisement
০৩ নভেম্বর ২০২৪

বাজারে আসছে মেয়েদের হেলমেট

‘সেফ ড্রাইভ-সেভ লাইফ’কে সামনে রেখে পথ নিরাপত্তার বিষয়ে জোর দিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। মোটরবাইক চালক, আরোহীদের সতর্ক করতে কখনও তাঁদের হাতে ফুল দেওয়া হচ্ছে, কখনও আবার জরিমানার মতো কঠোর পদক্ষেপও করা হচ্ছে।

ক্রেতা: চলছে হেলমেট পরখ। নিজস্ব চিত্র

ক্রেতা: চলছে হেলমেট পরখ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০২:১৫
Share: Save:

‘সেফ ড্রাইভ-সেভ লাইফ’কে সামনে রেখে পথ নিরাপত্তার বিষয়ে জোর দিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। মোটরবাইক চালক, আরোহীদের সতর্ক করতে কখনও তাঁদের হাতে ফুল দেওয়া হচ্ছে, কখনও আবার জরিমানার মতো কঠোর পদক্ষেপও করা হচ্ছে। এতেই হেলমেটের ব্যবহার বাড়ছে বলে দাবি করেছে পুলিশ। চাহিদা বাড়ছে হেলমেটেরও, এমনটাই দাবি করেছেন ব্যবসায়ীরা।

শহরে অনেক মহিলাই দু’চাকার বাহন ব্যবহার করেন। কিন্তু বাজারে যা হেলমেট পাওয়া যায়, তা বেশিরভাগই পুরুষের ব্যবহারের জন্য। সেইসব হেলমেট ব্যবহার করতে বেশ সমস্যায় পড়েন মহিলারা। এর সুরাহা করার জন্য বাজারে আসছে নতুন হেলমেট। সেটির পিছন দিকে চুল ছেড়ে রাখার জন্য কিছুটা কাটা রয়েছে। ফলে এই হেলমেট নিয়ে মহিলা চালকদের মধ্যে আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের একটি অংশ।

শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের এক হেলমেট ব্যবসায়ী বলেন, ‘‘মহিলাদের জন্য আইএসআই মার্ক দেওয়া এবং আইএসআই মার্ক ছাড়া দু’ধরনেরই হেলমেট পাওয়া যাচ্ছে। তবে দামের বেশ কিছুটা তফাত রয়েছে।’’ আইএসআই মার্ক ছাড়া যে হেলমেটের দাম ৫০০ টাকা থেকে শুরু। আর যে হেলমেটে আইএসআই মার্ক রয়েছে তার দাম শুরু ৭০০ টাকা থেকে, দেড় হাজার টাকা দামের মধ্যে রয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ী।

শিলিগুড়ির হিলকার্ট রোডে মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় রাস্তার ধারে হেলমেট বিক্রেতা সতীশ মণ্ডল বলেন, ‘‘আগের তুলনায় হেলমেট বিক্রি কিছুটা বেড়েছে।
তবে, মহিলাদের জন্য বিশেষ হেলমেট এর চাহিদা থাকলেও তার জোগান কিছুটা কম।’’

হেলমেট কিনতে আসা কুলিপাড়া এলাকার এক গৃহবধূ বলেন, ‘‘ছেলেদের জন্য হেলমেটই বাধ্য হয়ে ব্যবহার করতে হত। তাতে চুলের ক্ষতি তো হত, আরও নানা সমস্যা হত। মেয়েদের হেলমেট আসায় এখন সেই সমস্যা রইল না।’’

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, হেলমেট পড়লে দুর্ঘটনায় ক্ষতির আশঙ্কা কম থাকে। পথ নিরাপত্তা সপ্তাহের মাধ্যমে এ সব বিষয়েই মোটরবাইক চালক, আরোহীদের মধ্যে সচেতন করার কাজ আমরা চালিয়ে যাচ্ছি। মহিলাদের জন্য হেলমেট আসায় তাঁদের মধ্যে হেলমেট পড়ার প্রবণতা বাড়বে বলেও আশাবাদী তিনি।

অন্য বিষয়গুলি:

Helmet Safe Drive Save Life Road Safety
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE