Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Bay Leaves

যে কোনও ব্যথার উপশমে বাড়িতেই বানিয়ে রাখুন তেজপাতা তেল

ভারতীয় রান্নায় বিপুল ভাবে ব্যবহৃত হওয়া ছাড়াও তেজপাতার রয়েছে অনেক স্বাস্থ্যগুণও। মাথা ও গাঁটের ব্যথা সারাতে অব্যর্থ তেজপাতা। সেই সঙ্গেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও স্নায়ুতন্ত্রকে শান্ত করতেও সাহায্য করে তেজপাতা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ১৪:১৬
Share: Save:

ভারতীয় রান্নায় বিপুল ভাবে ব্যবহৃত হওয়া ছাড়াও তেজপাতার রয়েছে অনেক স্বাস্থ্যগুণও। মাথা ও গাঁটের ব্যথা সারাতে অব্যর্থ তেজপাতা। সেই সঙ্গেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও স্নায়ুতন্ত্রকে শান্ত করতেও সাহায্য করে তেজপাতা।

আগেকার দিনে বাড়িতে অপরিহার্য ছিল তেজপাতা তেল। নানা রকম অসুস্থতা ছাড়াও বাড়ির পরিবেশ দূষণমুক্ত ও শান্ত রাখতেও ব্যবহার করা হতো তেজপাতা। সনাতন সেই তেজপাতা তেল বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনিও।

কী ভাবে বানাবেন তেজপাতার তেল

আরও পড়ুন: এই শীতেও চাঙ্গা থাকতে অবশ্যই খান এই ৫ মশলা

২৫০ মিলি অলিভ অয়েল ও ৩০ গ্রাম তেজপাতা নিন। তেজপাতা গুঁড়ো করে অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন। এই মিশ্রণ কাচেপ জারে ঢেলে কোনও অন্ধকার জায়গায় ২ সপ্তাহ রেখে দিন।

এই ২ সপ্তাহ জার বেশি নাড়াচাড়া করবেন না। শুধু মাঝে মাঝে ঝাঁকিয়ে নেবেন। ২ সপ্তাহ পর পাতলা কাপড়ে এই তেল ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা কোনও জায়গায় রেখে দিন।

আরও পড়ুন: হাঁপানিতে কষ্ট পাচ্ছেন? এই ঘরোয়া টোটকাগুলিতে উপকার পেতে পারেন

যখনই প্রয়োজন হবে ব্যথার জায়গায় এই তেল লাগিয়ে নিন।

‘এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

তেজপাতার আরও কিছু গুণ

অ্যাসপিরিনের বদলে ব্যবহার করতে পারেন তেজপাতা।

পেট ব্যথা কমিয়ে খিদে বাড়াতেও সাহায্য করে তেজপাতা।

ত্বকের যে কোনও সমস্যাতেও উপকারী তেজপাতা তেল।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়তেও সাহায্য করে তেজপাতা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE