নতুন করে আরও দু’জন আন্ত্রিক আক্রান্তের খোঁজ মিলল শালবনির কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের সোনাকোড়ায়। রবিবার দুপুরে এই দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের অবশ্য দাবি, এঁদের কারও শারিরীক পরিস্থিতি তেমন জটিল নয়। ফলে, উদ্বেগের কিছু নেই। জেলার উপ- মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, “এলাকায় মেডিক্যাল টিম রয়েছে। কুয়োর জল শোধণের কাজ চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। চিন্তার কিছু নেই।” এদিন এলাকায় সচেতনতা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথবাবু। কি কি কারণে জলবাহিত রোগ হয়, উপসর্গ কি কি, কী ভাবেই এই রোগ প্রতিরোধ করা যায়, সচেতনতা সভায় তাই গ্রামবাসীদের জানানো হয়। গত বুধবার থেকে আন্ত্রিকের প্রকোপ ছড়ায় কর্ণগড়ের এই এলাকায়। পরে মেডিক্যাল টিম গিয়ে বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষাও শুরু করে। গ্রামবাসীরা মূলত কুয়োর জলের উপর নির্ভরশীল। দেখা যায়, অধিকাংশ কুয়োর জল ব্যবহারের অনুপযুক্ত। এরপরই দূষিত কুয়োর জল শোধনের কাজ শুরু হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy