বাড়িতে ওয়াইফাইয়ের গতি সবসময়ে একরকম হয় না। দেখবেন, কোনও জরুরি রাজের সময়ে ওয়াইফাই হয় আটকে গেল না হয় গতি এতটাই কমে গেল, যে কাজ করতেই পারছেন না। মূলত রাউটারের কারণে ইন্টারনেটের গতি শ্লথ হয়ে যায়। যদি বাড়ি থেকে অফিসের কাজ বা কোনও জরুরি কাজ করেন, তখন রীতিমতো অসুবিধার মুখোমুখি হতে হয়। তা হলে উপায়? সহজ কিছু কৌশল জানা থাকলে, সমস্যার সমাধান করতে পারেন নিজেই।
১) ওয়াইফাই রাউটার যেখানে রয়েছে, তার কাছাকাছি মাইক্রোঅয়েভ বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র রাখবে না। তা হলে ওয়াইফাইয়ের সিগন্যাল পেতে সমস্যা হবে।
২) আপনার কাজের জায়গার কাছাকাছিই রাউটার রাখুন। দূরত্ব যত বেশি হবে, সিগন্যাল পেতে সমস্যা হবে। আর যদি মাঝে দেওয়াল থাকে তা হলে গতি আরও কমবে।
আরও পড়ুন:
৩) রাউটারের ফ্রিকোয়েন্সি ২.৪ গিগাহার্টজের জায়গায় ৫ গিগাহার্টজ রাখুন। এতে সুবিধা হতে পারে।
৪) ফোনের নেটওয়ার্ক রিস্টার্ট করলে সমস্যার সমাধান হতে পারে। ফোনের ‘সেটিংস’-এ গিয়ে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট-এ রিস্টার্ট করার অপশন পাবেন।
৫) খুব পুরনো রাউটার হলে ওয়াইফাইয়ের গতি কম হবে। রাউটারটি আপডেটেড কি না তা দেখে নেবেন। তা ছাড়া যে সব রাউটারে একাধিক অ্যান্টেনা রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যান্টেনার অবস্থান পরিবর্তন খুব জরুরি। একটি অ্যান্টেনা লম্বা করে রাখলে অন্যটি আড়াআড়ি ভাবে রাখতে হবে। তাতে, ঘরের যে কোনও প্রান্তে থাকা ডিভাইসের সঙ্গে সরাসরি সংযোগ করা সম্ভব।