মেয়ে প্রথম ছবিতে চর্চিত, কিন্তু জনপ্রিয় নন। দ্বিতীয় ছবিতে এই ফাঁকটুকুও যাতে না থাকে তার জন্য চেষ্টার কোনও কসুর করছেন না শাহরুখ খান। তিনি নিজে তো থাকবেনই। সঙ্গে নাকি ডেকে নিচ্ছেন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চনকেও! মঙ্গলবারের খবর, সব ঠিক থাকলে চলতি বছরেই পরিচালক সিদ্ধার্থ আনন্দ তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ ছবির শুটিং শুরু করতে পারেন। ছবিতে সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। তাঁর সঙ্গে কথা হয়েছে পরিচালকের। নায়িকা নাকি সই করেও ফেলেছেন।
এখানেই শেষ নয়। অমিতাভকেও বিশেষ একটি চরিত্রের জন্য ভাবা হয়েছে। বিগ বি-র সঙ্গে কথাও নাকি চলছে। তিনিও না করতে পারবেন না, এমনই আশা পরিচালক-প্রযোজকের। এর পরেই সিনেপাড়ায় গুঞ্জন, তা হলে কি সুহানার স্বামীর ভূমিকায় অমিতাভ-দৌহিত্র অগ্যস্ত নন্দা? সুহানার প্রথম ছবি ‘দ্য আর্চিস’-এও তিনিই শাহরুখ-কন্যার বিপরীতে নায়ক ছিলেন। গুঞ্জন, বাস্তবেও উভয়ের নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব সারা!
আরও পড়ুন:
‘কিং’ ছবিটি প্রথমে পরিচালনা করার কথা ছিল পরিচালক সুজয় ঘোষ এবং তাঁর মেয়ে দিয়ার। ‘ডিয়ার জ়িন্দেগি’ ছবিতে শাহরুখকে আলিয়া ভট্টের সঙ্গে যে ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ঠিক সে রকমই একটি চরিত্রে মেয়ে সুহানার সঙ্গে দেখা যাবে তাঁকে। সেই মতো চিত্রনাট্যও লিখেছিলেন সুজয়। যার পরতে পরতে রহস্য এবং রোমান্স ছড়ানো। পরে এই ছবি পরিচালনার দায়িত্ব হস্তান্তরিত হয়ে আসে সিদ্ধার্থ আনন্দের হাতে। শোনা যায় দীপিকাকে শাহরুখের নায়িকার ভূমিকায় দেখা যাবে। উল্লেখ্য, শাহরুখের সঙ্গে অমিতাভ এবং দীপিকা উভয়েই একাধিক ছবিতে অভিনয় করেছেন।
সব ঠিক থাকলে মে মাসে ছবির শুটিং শুরু হবে। প্রযোজনায় রেড চিলিজ়।