ন্যাড়া হলে চুল ঘন হবে? ছবি: সংগৃহীত
অনেকেরই ধারণা, ন্যাড়া হলে চুল ঘন হয়। এই আশা নিয়ে মাথা কামিয়ে ফেলেন তাঁরা। টাক পড়তে শুরু করলেও অনেকেই ঘন ঘন মাথা কামান। তা ছাড়া অনেক বাবা-মা’ও মনে করেন, শিশুদের ন্যাড়া করে দিলে তাদের চুল ঘন হবে। এই ধারণা কতটা সত্যি?
অনেকে মনে করেন, চুল আসলে গাছের মতো। যতটা ছাঁটা হবে, তত ঘন হবে। এই আশা নিয়ে মাথা কামান তাঁরা। কিন্তু এর কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। কারণ ন্যাড়া হলে চুলের গোড়ায় তার কোনও প্রভাব পড়ে না। ত্বকের বাইরে যে অংশটি থাকে, সেটাই শুধু কামানো হয়। ফলে ন্যাড়া হওয়ার পরে চুলের ঘনত্বে কোনও বদল আসে না।
তবে ন্যাড়া হওয়ার কি একেবারেই কোনও সুবিধা নেই? তাও নয়। দু’টি সুবিধা আছে। প্রথমত, যাঁদের চুলের গোড়া দুর্বল, তাঁদের চুল বেশি লম্বা হয়ে গেলে বেশি মাত্রায় ঝরতে থাকে। ন্যাড়া হলে তার পরিমাণ কমে। আর দ্বিতীয়ত, মাথার ত্বকে অনেক সময়ে ছত্রাক বা নানা ব্যাকটিরিয়া সংক্রমণ ঘটায়। তার ফলে চুল পড়ে যায়। ন্যাড়া হলে সেই সংক্রমণের হার কমে।
অর্থাৎ, ন্যাড়া হলে চুল ঘন হবে— এই ধারণা ভুল। কিন্তু ন্যাড়া হলে চুল পড়ার হার কমবে— কারও কারও ক্ষেত্রে এ কথা সত্যি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy