অনলাইনে ভিক্ষা চাইছেন ভিখারি। ছবি: সংগৃহীত।
ট্র্যাফিক সিগনালে গাড়ি এসে দাঁড়ালেই অনেক সময়ে শোনা যায় গাড়ির কাচে খটখট করার শব্দ। কিছু পয়সা যদি পাওয়া যায়। এ দেশে রাস্তাঘাটে এই ছবি খুবই পরিচিত। তবে সম্প্রতি এক ভিখারির ভিক্ষা চাওয়ার পদ্ধতি নজর কেড়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে। ভাইরাল ভিডিয়োয় এক ভিখারিকে দেখা গেল অনলাইনে ভিক্ষা চাইতে।
ভিডিয়োয় দেখা গেল, দশরথ নামে এক যুবকের গলায় ঝুলছে কিউআর কোড। গাড়ি থামিয়ে দু’জনের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিচ্ছেন তিনি। গাড়ির যাত্রী অনলাইনে তাঁকে ১০ টাকা পাঠালেন, সেই দৃশ্যও ধরা পড়েছে ভিডিয়োতে। কংগ্রেসের নেতা গৌরব সোমানির এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। তিনি লিখেছেন, ‘‘এই ঘটনা প্রমাণ করছে প্রযুক্তির আসলে কোনও সীমা হয় না। এই ছবি দেখে চিন্তা হচ্ছে। আর্থসামাজিক অবস্থানের প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করার এ এক নয়া পন্থা। ডিডিটাল অগ্রগতি এমন হলে, তা নিয়ে ভাবনাচিন্তা করার সময় এসেছে।’’
Stumbled upon a remarkable scene in bustling #Guwahati – a beggar seamlessly integrating digital transactions into his plea for help, using PhonePe! Technology truly knows no bounds.
— Gauravv Somani (@somanigaurav) March 24, 2024
It's a testament to the power of technology to transcend barriers, even those of socio-economic… pic.twitter.com/7s5h5zFM5i
এই প্রথম নয়, এর আগে বিহারে এক ৪০ বছরের যুবককে দেখা গিয়েছিল অনলাইনে ভিক্ষা করতে। তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ডিজিটাল ইন্ডিয়া’-র কথা বলেন, তাই তো তিনি অনলাইনে ভিক্ষা নিতে শুরু করেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy