চিনের বাজারে এসেছে ছাতাটি ছবি: সংগৃহীত
নাম করা বিভিন্ন ফ্যাশন সংস্থা মাঝেমধ্যেই বাজারে আনে আকাশছোঁয়া দামের কিছু সামগ্রী। সেই পথে হেঁটেই ফ্যাশন সংস্থা গুচ্চি ও ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস সম্প্রতি যৌথ ভাবে চিনের বাজারে এনেছে বিশেষ একটি ছাতা। ভারতীয় মুদ্রায় ছাতাটির দাম ১ লক্ষ ২৭ হাজার টাকারও কিছু বেশি।
ফ্যাশনদুরস্ত এই ছাতার এমন চড়া দাম যত না আশ্চর্যের, তার চেয়েও বেশি আশ্চর্যের বিষয়, ছাতাটি নাকি শুধুই রোদে ব্যবহারের জন্য, বৃষ্টির জল আটকানোর ক্ষমতা নেই তার! অন্তত সংস্থার ওয়েবসাইট সেটাই বলছে। আর এ হেন লক্ষাধিক টাকার ছাতা বৃষ্টির জল আটকায় না শুনে বেজায় চটেছেন নেটগরিকদের একটি অংশ।
চিনের নেটমাধ্যম ওয়েবোতে রীতিমতো হ্যাশট্যাগ তৈরি হয়ে গিয়েছে ছাতাটির নামে। প্রায় ১৪ কোটি মানুষ দেখেছেন সেটি। কেউ একে সস্তা জনপ্রিয়তা লাভের কৌশল বলে বিদ্রুপ করেছেন, কেউ বা আবার একে 'পুঁজিবাদের নগ্ন প্রদর্শন' বলেও কটাক্ষ করেছেন। শেষ পর্যন্ত বিজ্ঞাপন থেকে ‘ছাতা’ শব্দটিই সরিয়ে নিয়েছে সংস্থাটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy