আপনার মোবাইলের অ্যাপে বা ওয়েবসাইটে যা খোঁজাখুঁজি করবেন, তার খতিয়ান রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত অ্যালগরিদ্ম। ফলে আপনি যা খুঁজছেন বা আগে খুঁজেছেন, সেই সবই বার বার দেখাতে থাকবে আপনাকে। ধরুন, আপনার পছন্দের কোনও ব্র্যান্ডের হাতব্যাগের দাম দেখেছেন। তার পরেই যে কোনও অ্যাপ বা ওয়েবসাইটে যান, আপনাকে সেই ব্র্যান্ডেরই আরও নানা পণ্যের বিজ্ঞাপন দেখাতে থাকবে। ফেসবুক ও ইনস্টাগ্রামের ফিডেও আজকাল তাই হচ্ছে। এই বিষয়টি মাঝেমধ্যে বেশ বিরক্তিকরই লাগে। কিন্তু এটি বন্ধ করার উপায় কী?
মেটা জানাচ্ছে, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, আপনার মোবাইলে থাকা যে কোনও অ্যাপই কিন্তু নেটমাধ্যমে আপনি কী দেখছেন, তার খতিয়ান রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই তা করা সম্ভব। এখনকার অ্যাপগুলির যা প্রযুক্তি, তাতে সর্ব ক্ষণ আপনি নজরদারিতেই রয়েছেন। তাই ফেসবুক বা ইনস্টাগ্রাম যা-ই খুলুন না কেন, তার ফিডেও কিন্তু সেই সব জিনিসই বার বার দেখাবে, যা আপনি খোঁজাখুঁজি করেন প্রায়ই। এটি বন্ধ করতে নতুন কিছু প্রযুক্তি এনেছে মেটা, যাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আপনার ফিড ব্যক্তিগত ও গোপনীয়ই থাকবে।
আরও পড়ুন:
ইনস্টাগ্রাম ফিডের গোপনীয়তা বজায় রাখতে
১) ইনস্টাগ্রাম অ্যাপে লগইন করে আপনার প্রোফাইল ছবির উপর ক্লিক করুন।
২) এ বার উপরে ডান দিকে তিনটি সমান্তরাল লাইনের উপর ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যান।
৩) সেখানে ‘অ্যাক্টিভিটি’তে ক্লিক করে ‘অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিজ’-এ ক্লিক করুন।
৪) তার পর ‘ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি’-তে ক্লিক করলেই ইনস্টাগ্রাম আর আপনার ইন্টারনেট ব্যবহারের উপর নজরদারি চালাতে পারবে না।
ফেসবুক ফিডের গোপনীয়তা বজায় রাখতে
১) ফেসবুকে লগইন করে উপরে ডান দিকে তিনটি ডটে ক্লিক করুন।
২) সেখান থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যান।
৩) বাঁ দিকের সারিতে ‘ইয়োর ফেসবুক ইনফরমেশন’ বলে অপশন আসবে, সেটিতে ক্লিক করে ‘অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’ করুন।
৪) তার পর ‘ম্যানেজ ইয়োর অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’-তে ক্লিক করে ‘ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি’ অপশনে যান।
৫) শেষে ‘ফিউচার অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’-তে ক্লিক করলেই ট্র্যাকিং বন্ধ হয়ে যাবে। আর অপ্রয়োজনীয় কোনও বিজ্ঞাপন ফিডে আসবে না।