শরীরে বল পেতে মাথা ঘোরানোর ব্যায়াম করুন। গ্রাফিক: শৌভিক দেবনাথ
কোভিড হওয়ার পর তার উপসর্গ মিলিয়ে গেলেও রেশ থেকে যায় বহুদিন। ক্লান্তি, শ্বাসকষ্ট, রোজকার কাজ করতে গেলেই হাঁপিয়ে যাওয়া বা ঘরের মধ্যে দু’পা হাঁটতেই ক্লান্ত লাগা চলতে থাকে নেগেটিভ রিপোর্ট পাওয়ার বহুদিন পরও। তবে শুরু থেকে যদি নিয়মিত শরীরচর্চা করেন, তা হলে সম্পূর্ণ সুস্থ হয়ে আগের মতো জীবনযাপন করতে পারবেন। শুরু করতে হবে ধীরে ধীরে, এবং ক্রমশ সেটা বাড়াতে হবে। শরীরে যাতে বেশি চাপ না পরে সেটা খেয়াল রাখতে হবে। আনন্দবাজার ডিজিটালের সিরিজে আপনাদের জন্য রইল তেমনই একটা গাইডলাইন।
শরীরের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে শরীরচর্চা প্রয়োজন। যেগুলি মাথায় রাখতে হবে।
১। ফুসফুস ও হৃদযন্ত্র আরও শক্ত করা
২। শরীরের ভারসাম্য বজায় রাখা। প্রত্যেকটা অংশ একসঙ্গে কাজ করছে, সেটা নিশ্চিত করা
৩। মাংসপেশি এবং হাড়ের জয়েন্ট ঠিক রাখা
৪। মস্তিষ্ক এবং চিন্তাভাবনা পরিষ্কার রাখা
এগুলো সবই করতে হবে ধীরে ধীরে। এবং মোট তিনটি পর্যায় করা হবে। শুরুর পর্যা, শরীর গড়ে তোলার পর্যা এবং স্বাস্থ্য বজায় রাখার পর্যা। প্রথম পর্যার শেষে দেখে নিন আপনার শরীরে কতটা বল রয়েছে। যদি দেখেন এখনও খুব ক্লান্ত, তা হলে আগের ব্যায়ামগুলি আরও কিছু দিন চালাতে পারেন। তবে যদি মনে হয়, পরের পর্যার জন্য আপনার শরীর তৈরি, তা হলে শুরু করতে হবে শরীর গড়ার পর্যা।
মাথা ঘোরানো (দিন: ১২)
সময়: ৩০ সেকেন্ড
চেয়ারে বসে মাথা উপর নীচ
১। খাটের মাথা বা কোনও চেয়ারে হেলান দিয়ে বসুন।
২। মুখ বন্ধ করে জিহ্বা মুখের তালুর উপর আলতো করে ছুঁয়ে নিন।
৩। প্রথমে নাক দিয়ে বড় করে শ্বাস টেনে নিন। এ বার চোখ উপরের দিকে তুলে ছাদের দিকে তাকান। তার পরে আস্তে আস্তে মাথা উপরের দিকে তুলুন। বেশি চাপ দেবেন না।
৪। এ বার নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকুন। শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নীচের দিকে নামান।
৫। নিজেকে ব্যথা না দিয়ে যতটা পারবেন মাথা উপর-নীচ করার চেষ্টা করবেন।
৬। এই ভাবে ৩০ সেকেন্ড চালিয়ে যাবেন।
আগামী দিনের গাইডলাইনের জন্য চোখ রাখুন পরের পর্বে।
তথ্যসূত্র: জন্স হপকিন্স মেডিসিন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy