Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Leather Care Tips

চামড়ার জিনিস অল্প ব্যবহারেই পুরনো দেখাচ্ছে? কী ভাবে ঝাঁ চকচকে করবেন?

হাল ফ্যাশনে বিভিন্ন ফ্যাবরিকের ব্যাগ, জুতো বাজারে এলেও চামড়ার ব্যাগ বা জুতোর জায়গা কিন্তু কেউ নিতে পারেনি। তাই ফ্যাশনপ্রেমীদের

লেদারের জিনিস যত্নে রাখতে হলে ক্লিনার দিয়েই পরিষ্কার করুন। ছবি: শাটারস্টক থেকে নেওয়া।

লেদারের জিনিস যত্নে রাখতে হলে ক্লিনার দিয়েই পরিষ্কার করুন। ছবি: শাটারস্টক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১২:৩১
Share: Save:

হাল ফ্যাশনে বিভিন্ন ফ্যাবরিকের ব্যাগ, জুতো বাজারে এলেও চামড়ার ব্যাগ বা জুতোর জায়গা কিন্তু কেউ নিতে পারেনি। তাই ফ্যাশনপ্রেমীদের আলমারি ঘাঁটলেই পাওয়া যায় চামড়া বা লেদারের ব্যাগ, বেল্ট, ওয়ালেট, জুতো।

লেদারের জিনিস এমনই যা ব্যক্তিত্বেও বেশ ছাপ ফেলে। এমন জিনিস কিনতেও যে মোটা পকেট থাকতে হয়, তা বলাই বাহুল্য। কিন্তু এই শৌখিন জিনিসটি যত্ন না করলে, এর আয়ু কমতে থাকে।

তাই চামড়া বা লেদারের জিনিস যত্নে রাখতে কিছু কৌশল অবলম্বন করতেই হয়।

আরও পড়ুন: বাড়ছে গরম, কেমন সানগ্লাস কিনলে বাঁচবে ত্বক ও চোখ?

জানেন কি কোন কোন উপায়ে আপনার প্রিয় ব্যাগ, জুতো বা বেল্টকে একেবারে নতুনের মতো রাখতে পারেন? দেখে নিন উপায়।

আরও পড়ুন: মাঝপথে ওষুধ বন্ধ করে দিলে টিবি বিপজ্জনক হয়ে ওঠে

বাজারে লেদারের জিনিস পরিষ্কার করার আলাদা ক্লিনার পাওয়া যায়। একে 'সফট সোপ'-ও বলে। এই ক্লিনার দিয়েই লেদারের ব্যাগ বা জুতো পরিষ্কার করুন।

লেদারের জিনিস স্পিরিট জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন না। ছবি: শাটারস্টক থেকে নেওয়া।

ক্লিনারটি দিয়ে পরিষ্কার করার পরে হালকা ভিজে তুলো দিয়ে তা মুছতে থাকুন। দেখবেন যাতে চামড়ার গায়ে কোনও ভাবে সাবান না লেগে থাকে। বছরে ২-৩ বার এই ভাবে পরিষ্কার করুন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কখনই লেদারের জিনিস অ্যালকোহল বা স্পিরিট জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন না। এতে রং নষ্ট হয়ে যায়।

লেদারের জিনিসে জল পড়ে গেলে সঙ্গে সঙ্গে তা ঝেড়ে ফেলে শুকোতে দিন।

বর্ষায় লেদারের ব্যাগ বা জুতো ব্যবহার না করাই ভাল।

আরও পড়ুন: এই সামান্য উপসর্গগুলিও বলে দিতে পারে আপনি যক্ষ্মায় আক্রান্ত কি না

ব্যাগে বা জুতোয় কোনও রকমের দাগ দেখলে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিন।

অনেকে চামড়ার জিনিসকে উজ্জ্বল করার জন্য তেল ও কন্ডিশনার ব্যবহার করেন। সাময়িক জেল্লা আনলেও ব্যাগের রঙের ক্ষতি হয় এতে।

বাজারে লেদার কন্ডিশনার পাওয়া যায়। তাই দিয়েই ব্যাগ বা জুতোর জেল্লা ফেরান।

লেদারের জিনিস ব্যবহার করার সময়ে নিজের হাতও পরিষ্কার রাখুন।

হাতে কোনও ময়লা বা তেল যেন না লেগে থাকে।

লেদারের জিনিস কখনও ভাঁজ করে রাখবেন না। ব্যাগ ফাঁকা থাকলে তার মধ্যে খবরের কাগজ বা বাবল র‍্যাপ ভরে রাখুন। এতে ব্যাগের আকার নষ্ট হবে না।

লেদারের জিনিস হেয়ার স্প্রে, হেয়ার কালার সলিউশনের থেকে দূরে রাখুন। এতে স্পিরিট জাতীয় কেমিক্যাল থাকে যা লেদারের রং নষ্ট করে দেয়।

চামড়ার জিনিস দু’ সপ্তাহ অন্তর আলমারি থেকে বার করে আলো-হাওয়া পূর্ণ জায়গায় রাখুন।

অন্য বিষয়গুলি:

Leather Care Tips Fashion Tips Daily Hacks
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE