চশমা বদলাতে হবে কখন? ছবি: সংগৃহীত
দীর্ঘ দিন ধরে আমরা এক চশমা পরেই যাই। ভেঙে না গেলে বা চোখের পাওয়ারে বড় পরিবর্তন না হলে অনেকেই চশমা বদলাতে চান না। কিন্তু অনেক সময় চোখের পাওয়ার খুব অল্প পরিমাণে বদলায়, বা চোখে বয়সের সঙ্গে সঙ্গে নানা ধরনের ছোটখাটো বদল আসে। সেগুলি সহজে টের পাওয়া যায় না। কিন্তু দীর্ঘ দিন সেগুলি খেয়াল না করলে চোখের ক্ষতি হয়।
এ রকমই কোন কোন লক্ষণ দেখলে চশমা বদলানোর কথা ভাববেন?
মাথা যন্ত্রণা: নিয়মিত মাথা যন্ত্রণা হচ্ছে। অথচ কোনও কারণ খুঁজে পাচ্ছেন না। চোখের পাওয়ারে অল্প বদল হলে এমন হয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পাওয়ার মাপিয়ে দেখুন। দরকারে চশমা বদলান।
ক্লান্ত চোখ: ঘুম থেকে উঠেও কোনও কিছুর দিকে তাকাতে ইচ্ছে করছে না। মন দিয়ে কোনও লেখা পড়তে পারছেন না। এমনও হতে পারে পাওয়ার বদলালে। দরকার নতুন চশমা।
ঝাপসা দৃষ্টি: অনেক সময় চোখের নানা সমস্যায় দৃষ্টি ঝাপসা হয়ে যায়। কিন্তু চশমা বদলেই তার সমাধান করা যায়।
‘ডাবল ভিশন’: একদিক থেকে অন্যদিকে চোখ ঘোরালে কোনও জিনিস দুটো করে দেখছেন। এই সমস্যাও কেটে যেতে পারে চশমা বাদলালে। চিকিৎসকের পরামর্শে সহজেই এই কাজটি করতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy