Advertisement
২২ নভেম্বর ২০২৪
CIMA Art Gallery

বেনারসি থেকে হাতব্যাগ, এক ছাদের নীচে সব! সিমার পুজোর হাটে দেদার কেনাকাটা ঋতুপর্ণার

প্রতি বছরই পুজোর আগে ‘সিমা আর্ট গ্যালারি’ তাদের বিশেষ পুজো সম্ভার ‘আর্ট ইন লাইফ’ নিয়ে আসে। আগামী ৫ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হচ্ছে সেই প্রদশর্নী। চলবে ১ অক্টোবর পর্যন্ত।

প্রত্যেক বারের মতো এ বছরের পুজোর কেনাকাটা সিমা থেকেই করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

প্রত্যেক বারের মতো এ বছরের পুজোর কেনাকাটা সিমা থেকেই করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৭
Share: Save:

প্রতি বছরের মতো এ বছরেও ‘সিমা আর্ট গ্যালারি’ তাদের পুজোর বিশেষ সম্ভার নিয়ে হাজির। ৫ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হচ্ছে ‘আর্ট ইন লাইফ’ প্রদশর্নী। চলবে ১ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন প্রদেশের শাড়ি, গয়না, ছেলেদের নানা রকম নকশা করা পাঞ্জাবি, সুতির শার্ট, পোশাক তৈরির কাপড়— সবই মিলবে প্রদর্শনীতে। এ ছাড়াও থাকছে অন্দরসজ্জার সামগ্রী, বিভিন্ন ধরনের ব্যাগ, হাতের কাজ করা মাস্ক, এমনকি, নকশা করা বালিশের কভারও। সবই পেয়ে যাবেন এক ছাদের নীচে। এত কিছু পাওয়া যাবে শুনে প্রত্যেক বছরের মতোই পুজোর কেনাকাটা করতে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত। সঙ্গী হল আনন্দবাজার অনলাইন।

১) অভিনেত্রী নিজের জন্য প্রথমেই বেছে নিলেন একটি কমলা রঙের তসর। পাড় ও আঁচলে রয়েছে নীল এবং রং-বেরঙের সুতোর আঁকিবুঁকি।

শাড়ির সঙ্গে মানানসই কাঁচা হলুদ রঙের ব্লাউজ পরেছেন ঋতুপর্ণা।

শাড়ির সঙ্গে মানানসই কাঁচা হলুদ রঙের ব্লাউজ পরেছেন ঋতুপর্ণা।

২) শাড়িটি বেশ জমকালো। তাই বেশি ভারী গয়নার বদলে, অভিনেত্রী বেছে নিয়েছেন শুধু কানের ঝোলা বোহেমিয়ান দুল।

ছিমছাম সাজেও স্নিগ্ধতার ছোঁয়া।

ছিমছাম সাজেও স্নিগ্ধতার ছোঁয়া।

৩) নীল রং যে ঋতুপর্ণার প্রিয়, তা ভালই বোঝা গেল। এর পরও তিনি বেছে নিলেন একটি নীল রঙের ইক্কত সিল্ক।

ইক্কত সিল্কের সঙ্গে কাঁচুলি ব্লাউজে ঋতুপর্ণা হয়ে উঠেছেন মোহময়ী।

ইক্কত সিল্কের সঙ্গে কাঁচুলি ব্লাউজে ঋতুপর্ণা হয়ে উঠেছেন মোহময়ী।

৪) শাড়ির সঙ্গে মানানসই গয়নাও পরেছেন অভিনেত্রী। সাদা কড়ি দিয়ে নকশা করা লাল মোটা চুড়ি দারুণ মানিয়েছে।

মানানসই শাড়ি গয়নায় পুজোর সাজে সেজে উঠেছেন ঋতু।

মানানসই শাড়ি গয়নায় পুজোর সাজে সেজে উঠেছেন ঋতু।

৫) সনাতনী নকশার ছক ভেঙে সিমা তৈরি করেছে একেবারে হালকা কাজের বেনারসি। অভিনেত্রীরও তাই মনে ধরেছে পিচ রঙের চওড়া পাড়ের এই ফুরফুরে বেনারসি শাড়িটি।

ফুরফুরে বেনারসিতে অভিনেত্রী।

ফুরফুরে বেনারসিতে অভিনেত্রী।

৬) বেনারসি মানেই সোনার গয়না। সেই ধারণা ভুলে ঋতুপর্ণা বেনারসির সঙ্গে পরেছেন একেবারে আধুনিক কায়দার একটি কানের দুল।

শাড়ি এবং গয়নায় যেন ছকভাঙার ছাপ।

শাড়ি এবং গয়নায় যেন ছকভাঙার ছাপ।

৭) কটকি কাজের ওড়িশার একটি শাড়ি পরেছেন অভিনেত্রী। সেটাও নীল। তবে এখানে রয়েছে চমক।

জিন্‌স আর লম্বাহাতা কালো শার্টের সঙ্গে স্মার্ট সাজ ঋতুর।

জিন্‌স আর লম্বাহাতা কালো শার্টের সঙ্গে স্মার্ট সাজ ঋতুর।

৮) কপালে কালো টিপ আর হালকা লিপস্টিকে অভিনেত্রী যেন কলেজবেলার কিশোরী।

অন্যরকম সাজে বেশ মানিয়েছে অভিনেত্রীকে।

অন্যরকম সাজে বেশ মানিয়েছে অভিনেত্রীকে।

৯) অষ্টমী মানেই অঞ্জলি। অভিনেত্রী বেছে নিলেন এই লাল রঙের জরিপাড় শাড়িটি।

লাল শাড়ির সঙ্গে ঋতুপর্ণা পরেছেন সোনালি ব্লাউজ।

লাল শাড়ির সঙ্গে ঋতুপর্ণা পরেছেন সোনালি ব্লাউজ।

১০) লাল শাড়ির সঙ্গে ছোট্ট লাল টিপ, কানে সোনালি লম্বা দুল, আলগা হাতখোঁপা— অভিনেত্রী যেন ঘরের মেয়ে।

অষ্টমীর সাজে তৈরি ঋতু।

অষ্টমীর সাজে তৈরি ঋতু।

ছবি: দেবর্ষি সরকার, সাজ ও রূপটান: কৌশিক-রজত, স্থান: সিমা আর্ট গ্যালারি

অন্য বিষয়গুলি:

CIMA Art Gallery Rituparna Sengupta Fashion Shoot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy