প্রত্যেক বারের মতো এ বছরের পুজোর কেনাকাটা সিমা থেকেই করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রতি বছরের মতো এ বছরেও ‘সিমা আর্ট গ্যালারি’ তাদের পুজোর বিশেষ সম্ভার নিয়ে হাজির। ৫ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হচ্ছে ‘আর্ট ইন লাইফ’ প্রদশর্নী। চলবে ১ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন প্রদেশের শাড়ি, গয়না, ছেলেদের নানা রকম নকশা করা পাঞ্জাবি, সুতির শার্ট, পোশাক তৈরির কাপড়— সবই মিলবে প্রদর্শনীতে। এ ছাড়াও থাকছে অন্দরসজ্জার সামগ্রী, বিভিন্ন ধরনের ব্যাগ, হাতের কাজ করা মাস্ক, এমনকি, নকশা করা বালিশের কভারও। সবই পেয়ে যাবেন এক ছাদের নীচে। এত কিছু পাওয়া যাবে শুনে প্রত্যেক বছরের মতোই পুজোর কেনাকাটা করতে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত। সঙ্গী হল আনন্দবাজার অনলাইন।
১) অভিনেত্রী নিজের জন্য প্রথমেই বেছে নিলেন একটি কমলা রঙের তসর। পাড় ও আঁচলে রয়েছে নীল এবং রং-বেরঙের সুতোর আঁকিবুঁকি।
২) শাড়িটি বেশ জমকালো। তাই বেশি ভারী গয়নার বদলে, অভিনেত্রী বেছে নিয়েছেন শুধু কানের ঝোলা বোহেমিয়ান দুল।
৩) নীল রং যে ঋতুপর্ণার প্রিয়, তা ভালই বোঝা গেল। এর পরও তিনি বেছে নিলেন একটি নীল রঙের ইক্কত সিল্ক।
৪) শাড়ির সঙ্গে মানানসই গয়নাও পরেছেন অভিনেত্রী। সাদা কড়ি দিয়ে নকশা করা লাল মোটা চুড়ি দারুণ মানিয়েছে।
৫) সনাতনী নকশার ছক ভেঙে সিমা তৈরি করেছে একেবারে হালকা কাজের বেনারসি। অভিনেত্রীরও তাই মনে ধরেছে পিচ রঙের চওড়া পাড়ের এই ফুরফুরে বেনারসি শাড়িটি।
৬) বেনারসি মানেই সোনার গয়না। সেই ধারণা ভুলে ঋতুপর্ণা বেনারসির সঙ্গে পরেছেন একেবারে আধুনিক কায়দার একটি কানের দুল।
৭) কটকি কাজের ওড়িশার একটি শাড়ি পরেছেন অভিনেত্রী। সেটাও নীল। তবে এখানে রয়েছে চমক।
৮) কপালে কালো টিপ আর হালকা লিপস্টিকে অভিনেত্রী যেন কলেজবেলার কিশোরী।
৯) অষ্টমী মানেই অঞ্জলি। অভিনেত্রী বেছে নিলেন এই লাল রঙের জরিপাড় শাড়িটি।
১০) লাল শাড়ির সঙ্গে ছোট্ট লাল টিপ, কানে সোনালি লম্বা দুল, আলগা হাতখোঁপা— অভিনেত্রী যেন ঘরের মেয়ে।
ছবি: দেবর্ষি সরকার, সাজ ও রূপটান: কৌশিক-রজত, স্থান: সিমা আর্ট গ্যালারি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy