প্রতি বছর নবীন শিল্পীদের এগিয়ে চলার উৎসাহ দেয় ‘সিমা অ্যাওয়ার্ডস’।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৮
দেশের নবীন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথমে সারা দেশের ২৫ থেকে ৪০ বছর বয়সের শিল্পীদের যোগ দেওয়ার এবং তাঁদের কাজ পাঠানোর আবেদন জানানো হয়। সকলের কাজ দেখে সম্মান জানানো হয় সেরাদের। প্রতি বছর এ ভাবেই নবীন শিল্পীদের এগিয়ে চলার উৎসাহ দেয় ‘সিমা অ্যাওয়ার্ডস’। এ বছর সেই পুরস্কার দেওয়া হয়েছে ১২ জন শিল্পীকে। ছবিতে তরুণ শিল্পীদের সঙ্গে রয়েছেন সমীর আইচ এবং তাপস বিশ্বাস।
০২২৮
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সুমন চন্দ্র। সিমা গ্যালারির অধিকর্তা রাখী সরকারের হাত থেকে পুরস্কার নিলেন তিনি।
০৩২৮
এই ছবির জন্যই ‘সিমা পুরস্কার’ পেয়েছেন সুমন। সিমা গ্যালারিতে পুরস্কৃত শিল্পীদের কাজ নিয়ে চলছে প্রদর্শনী। সেখানে রয়েছে সুমনের কাজ।
০৪২৮
দ্বিতীয় স্থান পেয়েছেন সোনাল ভরসানেয়া। তাঁর হয়ে অনুরাধা লোহিয়ার হাত থেকে পুরস্কার নিচ্ছেন গায়ত্রী শর্মা।
০৫২৮
আগামী ২৭ তারিখ পর্যন্ত সোনালের এই কাজ দেখা যাবে সিমা গ্যালারিতে।
০৬২৮
সোনাল ভরসানেয়া।
০৭২৮
এই কাজের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয় মাইতি।
০৮২৮
শিল্পী জয়শ্রী বর্মণের হাত থেকে পুরস্কার নিচ্ছেন অক্ষয়।
০৯২৮
গান ও ছবির ইনস্টলেশন বানিয়েছেন আশিস কুমার মহাখুদ।
১০২৮
শ্রেয়সী চট্টোপাধ্যায় এবং অল্কা পাণ্ডের হাত থেকে পুরস্কার নিচ্ছেন আশিস।
১১২৮
জুরি পুরস্কার নিচ্ছেন রবি মৌর্য।
১২২৮
সিমা গ্যালারিতে দেখা যাবে রবির এই কাজ।
১৩২৮
রুদ্রাংশু মুখোপাধ্যায়ের হাত থেকে ‘স্পেশ্যাল মেনশন অ্যাওয়ার্ড’ নিচ্ছেন সায়ন্তন সামন্ত।
১৪২৮
সায়ন্তনের শিল্প।
১৫২৮
সিমা গ্যালারিতে গেলে দেখা যাবে অনির্বাণ সাহার ‘কোয়ারেটাইন নোটবুক’-ও।
১৬২৮
রুদ্রাংশু মুখোপাধ্যায়ের থেকে ‘স্পেশ্যাল মেনশন অ্যাওয়ার্ড’ নিচ্ছেন অনির্বাণ।
১৭২৮
জলধর নষ্করের হাতে ‘মেরিট অ্যাওয়ার্ড’ তুলে দিচ্ছেন মিমি চক্রবর্তী।
১৮২৮
এই ইনস্টলেশনের জন্য সম্মানিত হয়েছেন জলধর।
১৯২৮
‘মেরিট অ্যাওয়ার্ড’ পেলেন জয়দীপ ভট্টাচার্য। পুরস্কার তুলে দিলেন মিমি চক্রবর্তী।
২০২৮
জয়দীপের শিল্প।
২১২৮
মিমি চক্রবর্তীর হাত থেকে ‘মেরিট অ্যাওয়ার্ড’ নিলেন সত্যরাজন দাস।