নিয়ম মানলে পুজোয় বৃষ্টিতে পরোয়া নেই। — ছবি: ফাইল চিত্র
পুজোর আনন্দের সঙ্গে এই ভয়টা আমজনতার মন থেকে কখনও যায় না। দিব্যি নতুন জামা-জুতো-মেক আপে সেজেগুজে ঠাকুর দেখতে বেড়িয়েছেন, হঠাৎ আকাশ ভেঙে ঝমঝমে বৃষ্টি! ভিজে একসা জামা-কাপড়, রাস্তায় নিমেষে জল-কাদা। গোটা দিনের মজাটাই মাটি। ঠাকুর দেখা তো চৌপাট, সঙ্গে নতুন পোশাক ভিজে যাওয়ায় মনখারাপও বেজায়।
কিন্তু এক দিন ভিজেছেন বলে গোটা পুজোটাই তো আর নষ্ট হতে দেওয়া যায় না! সবচেয়ে আগে সুস্থ থাকাটা জরুরি। তাই জেনে নিন ভিজে গেলে কী ভাবে যত্ন নেবেন নিজের, জামা, জুতো, ব্যাগের।
জামা
ব্যাগ
আরও পড়ুন: এ বার পুজোয় অফবিট উপহারে বাজিমাত করুন, দেখে নিন কার জন্য কী কী
জুতো
আরও পড়ুন: এ বার পুজোয় মোমের আলোয় মাতুন প্রেমে
আরও পড়ুন: ঘরের কোণ সাজান মনের মতো করে
নিজের যত্ন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy