Advertisement
০৫ নভেম্বর ২০২৪
drainage

এই সব জিনিস বেসিন বা নর্দমায় ভুলেও ফেলবেন না

দেখুন তো এই সব জিনিসগুলি কি ভুলবশত রোজই ফেলে চলেছেন বেসিন বা বাথরুমের নর্দমায়? তা হলে আজ থেকেই সচেতন হন।

কিছু জিনিস বেসিনে ফেলার আগে দু’বার ভাবুন। ছবি: শাটারস্টক।

কিছু জিনিস বেসিনে ফেলার আগে দু’বার ভাবুন। ছবি: শাটারস্টক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৮:১৪
Share: Save:

অসাবধানতা বা অসচেতনতা থেকে এমন কিছু কাজ আমরা প্রতি দিন করি, যা আমাদেরই রোজনামচায় নানা সমস্যা ডেকে আনে। আধুনিক যুগে ব্যস্ততার মধ্যেও ঘর-গৃহস্থালীর কাজ করার সময় কম-বেশি প্রায় সকলের হাতেই কম। তার মধ্যেও আমাদেরই কিছু ভুল সে সব কাজের সময় বাড়ায়, নানা ভাবে নাকাল করে।

যেমন ধরুন, না বুঝে বেসিন, কমোড বা বাথরুমের নর্দমায় এমন অনেক কিছুই আমরা ফেলি যা অনেক সময়ই পাইপে আটকে যায়। বন্ধ হয়ে যায় জল নির্গমনের পথ। ফলে সমস্যায় পড়তে হয় নিজেদেরই। এমন কিছু জিনিস তো আছে যা কখনওই ফেলা উচিতই নয় এই সব জায়গায়।

দেখুন তো এই সব জিনিসগুলি কি ভুলবশত রোজই ফেলে চলেছেন বেসিন বা বাথরুমের নর্দমায়? তা হলে আজ থেকেই সচেতন হন। এ সব না ফেলার পিছনেও গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে। জানেন সে সব?

আরও পড়ুন: কোলেস্টেরল বাড়ছে না তো? এই পাঁচ লক্ষণ দেখলেই ডাক্তার দেখান

নিজেদের ভুলে যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে বাড়ির জল নির্গমনের পথ। ছবি: শাটারস্টক।

সিগারেটের ফিল্টার: এই বস্তু অনেকেই দিনের পর দিন বাথরুমের নর্দমায় ফেলে থাকেন। এই স্বভাব থাকলে আজই শুধরে নিন। সিগারেটের ফিল্টার জল শুষে আরও ফুলে যায়। ফলে পর পর কতগুলি সিগারেটের ফিল্টার নর্দমা দিয়ে যাওয়ার সময় নিজেরা আটকে গিয়ে জল যাওয়ার পথকে আটকে দেয়।

স্যানিটারি প্যাড: শিশু, বয়স্ক বা মেয়েদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত স্যানিটারি প্যাড ভুলেও কমোড বা বাথরুমের নর্দমায় ফলেবেন না। এ সব জিনিস সহজেই জল শুষে ফুলে যায় ও পুরো জল নির্গমন প্রক্তিয়াকেই বন্ধ করে দিতে পারে।

আরও পড়ুন: গ্যাসের বার্নার খোলা রেখেই সিলিন্ডার অফ করেন? বড় বিপদে পড়তে পারেন কিন্তু!

চাল: চাল ধোওয়ার কাজটা বেসিন বা রান্নাঘরের সিঙ্কেই করেন বেশির ভাগ মানুষ। খেয়াল রাখুন বেশ কিছুটা চাল যেন বেসিনে না পড়ে যায়। কয়েকটা চালে অনেক সময় সমস্যা হয় না। কিন্তু ঘন ঘন চাল ফেলতে থাকলে বা এক সঙ্গে অনেকটা চাল পড়ে গেলে বেসিনের জল নির্গমণ বন্ধ করে দিতে পারে। জল শোষার পর চালের আকারেও পরিবর্তন ঘটে। অনেকটা চাল জম গেলে তা ফুলে আকারে বড় হয়ে জলের পথে বাধা তৈরি করে।

আটা-ময়দা: পাইপের ভেতরে এই আটা জলের সাথে মিশে একটি আঠালো মিশ্রণ তৈরি করে বসে থাকে যেটা ধীরে ধীরে আরো ময়লাকে আকৃষ্ট করে। ফলে বেসিন বা নর্দমায় এ সব ফেলার আগে সচেতন হন।

আরও পড়ুন: ওজন নিয়ে চিন্তিত? এই কাজের জন্যই মেদ বাড়ছে না তো?

চুল: পাইপের লাইনে যত কারণে বাধার সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম পাইপের মধ্যে চুল ফেললে তা পাইপের ভিতর একটি ছোট বলের মতো আকারে জট তৈরি করে। এই জটে অন্যান্য ছোট ছোট জিনিসপত্র আটকে যায়। ফলে জল বেরোতে সমস্যা হয়।

ডিমের খোসা: জলের পথকে সুগম রাখতে ডিমের খোসাকে গুঁড়ো করে বেসিনে বা নর্দমায় ফেলে দেন? জানবেন সেটাও ভুল কাজ। ভিজে ডিমের খোসা ছোট ছোট অংশ একে অন্যের গায়ে লেগে একটা বড় অংশ তৈরি করে ফেলে। পাইপের জল যাওয়ার পথ আটকাতে সেটাই যথেষ্ট।

এ সব জিনিস তাই বেসিন, কমোড বা বাথরুমের পাইপে না ফেলে একটি নির্দিষ্ট ময়লা ফেলার পাত্রে ফেলুন ও পুরসভার তরফে আসা ময়লার গাড়িতে চালান করুন।

অন্য বিষয়গুলি:

Life Hacks Daily Hacks Drainage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE