বাড়ির ভিতরেও সুরক্ষিত নন নারীরা! প্রতীকী ছবি
দেশ জুড়ে ২০২১ সালে নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে চার লক্ষ ২৮ হাজার ২৭৮টি। যা ২০২০ সালের তুলনায় প্রায় ১৫.৩ শতাংশ বেশি, বলছে ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ বা ‘এনসিআরবি’। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে হওয়া দেশব্যাপী এই সমীক্ষায়, সংখ্যার বিচারে নারী নির্যাতনের ঘটনায় রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সবচেয়ে নীচে রয়েছে নাগাল্যান্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে দিল্লিতে। দেশের ১৯ মেট্রোপলিটন শহরের মধ্যেও এই বিচারে শীর্ষে রয়েছে দিল্লি। সবচেয়ে নিরাপদ শহর কলকাতা।
কেবল ধর্ষণের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে রাজস্থান। ২০২১ সালে রাজস্থানে মোট ছ’হাজার ৩৩৭টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। ধর্ষণের মামলার নিরিখেও সবার নীচে রয়েছে নাগাল্যান্ড। ২০২১ সালে চারটি ধর্ষণের মামলা দায়ের হয়েছে নাগাল্যান্ডে।
বাড়ির ভিতরেও সুরক্ষিত নন নারীদের একটি বড় অংশ। জাতীয় সমীক্ষা অনুযায়ী, নারী নির্যাতনের মামলার মধ্যে সবচেয়ে বেশি ‘স্বামী ও তাঁর পরিবারের দ্বারা নির্যাতন’-এর ঘটনা। নারী নির্যাতনের ৩১.৮ শতাংশই এই ধরনের ঘটনা। গার্হস্থ্য হিংসার ঘটনায়, স্বামী ও শ্বশুরবাড়ির লোকের হাতে নির্যাতনের সংখ্যায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সমীক্ষা বলছে, ২০২১ সালে ৪৯৮এ ধারাতে পশ্চিমবঙ্গে মামলা হয়েছে মোট ১৯ হাজার ৯৫২টি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy