Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Nari Shakti Vandan Act 2023

লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিরুদ্ধে আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১০ সালে মহিলাদের জন্য লোকসভা-বিধানসভায় আসন সংরক্ষণ বিল রাজ্যসভায় পাশ হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী সরকার বিলটি নতুন ভাবে পাশ করায় ২০২৩-এ।

Supreme Court refuses to hear pleas against ‘Nari Shakti Vandan Act-2023’ that reserves one-third seats in Lok Sabha and state assemblies

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯
Share: Save:

মহিলাদের জন্য আসন সংরক্ষণ আইন (নারী শক্তি বন্দন অধিনিয়ম)-এর বিরোধিতা করে দায়ের হয়েছিল আবেদন। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিল। বিচারপতি বেলা ত্রিবেদী এবং বিচারপতি পিবি বরালের বেঞ্চ জানিয়েছে, ইতিমধ্যেই ১২৮তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আইন প্রণয়ন হয়ে গিয়েছে। এ ক্ষেত্রে বিচারবিভাগের কিছু করণীয় নেই।

‘ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন’ (এনএফআইডব্লিউ)-এর তরফে জয়া ঠাকুর সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী হস্তক্ষেপের যে আবেদন জানিয়েছিলেন, তা এ ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি করেছেন তিনি। লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের উদ্দেশ্যে ২০১৩ সালে সংসদে বিল পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। যার পোশাকি নাম, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল ১২৮তম সংবিধান সংশোধনী বিল হিসাবে তা লোকসভায় পেশ করেন। বিলটি সমর্থন করেছিলেন ৪৫৪ জন সাংসদ। বিলে সংশোধন চেয়ে বিরুদ্ধে ভোট দিয়েছিলেন মাত্র দু’জন। রাজ্যসভাতেও বিপুল সংখ্যাধিক্যে পাশ হয়েছিল ওই বিল।

২০২৩ সালে পাশ হওয়ার পরেও আইনটি কার্যকর হয়নি এখনও। কবে কার্যকর করা যাবে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। ২০২৭ সালের আদমসুমারি প্রক্রিয়ার পরেই বিল কার্যকর করার কথা বিলের প্রস্তাব রয়েছে। সে ক্ষেত্রে বিল ২০২৯ সালের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই ধারণা সংবিধান বিশেষজ্ঞদের একাংশের। তা ছাড়া, মহিলা সংরক্ষণের মধ্যেই জাতিগত সংরক্ষণের যে দাবি, সে বিষয়ের উল্লেখ নেই নয়া আইনে। ফলে সমাজবাদী পার্টি, আরজেডির মতো দল কার্যকর হওয়ার আগেই আইনটি সংশোধনের পক্ষে। ২০১০ সালে মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন মহিলাদের জন্য আসন সংরক্ষণ বিল রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছিল। কিন্তু মোদী সরকার বিলটি নতুন ভাবে পাশ করায় ২০২৩-এ।

অন্য বিষয়গুলি:

Women Reservation Bill Supreme Court of India Nari Shakti Vandan Act 2023 Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy