Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Adani Group

বিশ্বের ধনীদের তালিকায় তৃতীয় স্থানে এক ভারতীয়! মুকেশ অম্বানীকে পিছনে ফেললেন কোন ব্যবসায়ী?

ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইনডেক্সের ধনীতমদের তালিকায় তৃতীয় নম্বরে স্থান করে নিলেন গৌতম অদানি। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১০ লক্ষ ৯২ হাজার ৪২৬ কোটি টাকা। এই তালিকায় এক নম্বরে কে?

মুকেশ অম্বানীকে টপকে এখন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি  কে?

মুকেশ অম্বানীকে টপকে এখন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি কে?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১১:০১
Share: Save:

ব্যবসায় পাল্লা দিয়ে মুকেশ অম্বানীকে টপকে এখন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম অদানি। শুধু দেশেরই না, সমীক্ষা বলছে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় তৃতীয় নম্বরে এখন অদানির স্থান।

এই প্রথম এশিয়ার কোনও ব্যক্তি বিলিওনেয়ারদের তালিকায় তৃতীয় নম্বরে জায়গা করে নিলেন। বিশ্বের ধনীদের তালিকায় টেসলা কর্তা ইলন মাস্ক ও অ্যামাজনের কর্ণধার জেফ বেজোসের পরেই এখন গৌতম অদানির স্থান। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩৭.৪ বিলিয়ান ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ৯২ হাজার ৪২৬ কোটি টাকা)। মাস্ক এবং বেজোস দীর্ঘ দিন ধরেই এই তালিকার শীর্ষে ছিলেন। তবে এ বছর গৌতম অদানি বিখ্যাত ফরাসি বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিতোঁ-র কর্ণধার বার্নার্ড অ্যারনল্টকে পিছনে ফেলে দিলেন।

গৌতম অদানি।

গৌতম অদানি।

ধনসম্পদ বৃদ্ধিতে বিশ্বের এক নম্বর ধনকুবেরকেও টেক্কা দিলেন ভারতীয় শিল্পপতি গৌতম অদানি। এক বছরে তাঁর সম্পত্তি চার হাজার ৯০০ কোটি ডলার বেড়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় পৌনে চার লক্ষ কোটি টাকার সমান। এক বছরে এত ধনবৃদ্ধি ইলন মাস্ক বা জেফ বেজোসেরও হয়নি।

এই তালিকায় প্রথম দশ জনের মধ্যে নাম নেই মুকেশ অম্বানীর। পরিসংখ্যান বলছে গত ১০ বছরে অম্বানীর সম্পত্তি যেখানে ৪০০ শতাংশ বেড়েছে, সেখানে অদানির সম্পত্তি বেড়েছে ১ হাজার ৮৩০ শতাংশ।

অন্য বিষয়গুলি:

Adani Group Gautam Adani Elon Musk Mukesh Ambani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE