আপনি কি টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত? চোখের জলে বিদায় জানিয়েছেন চকোলেট, মিষ্টিকে? তবে এ বার সানন্দে ফিরিয়ে আনুন চকোলেটকে। গবষেকরা জানাচ্ছেন ডায়াবেটিস এবং ডায়াবেটিসের কারণে হওয়া লক্ষণের ওষুধ হতে পারে চকোলেটের মধ্যে থাকা কোকো। এই তালিকায় গ্রিন টি-কেও রেখেছেন তাঁরা।
ডায়াবেটিসের কারণে চোখের রেটিনা নষ্ট হয়ে যাওয়ার উদাহরণ প্রচুর দেখা যায়। এই লক্ষণকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এর থেকে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার ঘটনাও দেখা যায়। ব্রাজিলের স্টেট ইউনিভার্সিটি অফ ক্যাম্পেনসের গবেষকরা জানাচ্ছেন কোকো ও গ্রিন টি পোডোসাইটস কোষ নষ্ট হয়ে যাওয়া রুখতে পারে। এই কোষ নষ্ট হয়ে গেলে প্রোটিন ভেঙে ইউরিনে চলে আসে। বিজ্ঞানীরা জানাচ্ছেন কোকো ও গ্রিন টি-র মধ্যে থাকা পলিফেনল ও থেমোব্রোমিন ডায়াবেটিস ডায়াবেটিসের প্রকোপ রুখতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy