Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Cold Cream

Skincare Products: প্রসাধনী সামগ্রী কিনবেন? কোন কোন কথা মাথায় রাখবেন

প্রসাধনী কেনার আগে মাথায় রাখতে হবে কয়েকটি কথা। কোন জিনিস দিয়ে নিজের যত্ন নেবেন, তা আগে থেকে বুঝে নেওয়া জরুরি।

প্রসাধনী কেনার আগে কী কী মাথায় রাখবেন?

প্রসাধনী কেনার আগে কী কী মাথায় রাখবেন?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩০
Share: Save:

ত্বকের যত্ন নেওার জন্য নানা জিনিস পাওয়া যায় এখন। কিন্তু যে কোনও প্রসাধনী ব্যবহার করবেন, তা-ও তো ভাবতে হবে। শুধু কি গন্ধ বা রং দেখে ত্বকের পরিচর্যা করার সামগ্রী কেনেন? এমন কখনওই করবেন না। প্রসাধনী কেনার আগে মাথায় রাখতে হবে কয়েকটি কথা। কোন জিনিস দিয়ে নিজের যত্ন নেবেন, তা আগে থেকে বুঝে নেওয়া জরুরি।

প্রসাধনী কেনার আগে কী কী মাথায় রাখবেন?

১) প্রথমেই দেখে নিতে হবে কোন কোন জিনিস ব্যবহার করা হয়েছে সেই ক্রিম, ময়শ্চারাইজার বা সাবানে। এমন কিছু তাতে দেওয়া থাকতেই পারে, যা হয়তো আপনার ত্বকের জন্য ক্ষতিকর। তা দেখে নেওয়া জরুরি। অনেক সময়ে কিছু সুগন্ধও ত্বকের ক্ষতি করে। তা ভাল ভাবে বুঝে নিন। দরকার হলে দোকানে কাউকে জিজ্ঞাসাও করে নিতে পারেন প্রতিটি উপাদান বিষয়ে।

২) অনেক সময়ে মার্কারি, লেডের মতো ক্ষতিকর রাসায়নিকও থাকে প্রসাধনী সামগ্রীতে। এ ক্ষেত্রে সাবধান হওয়া জরুরি।

কোন ধরনের ত্বকের জন্য সেই প্রসাধনীটি তৈরি হয়েছে, তা আগে দেখে নিন

কোন ধরনের ত্বকের জন্য সেই প্রসাধনীটি তৈরি হয়েছে, তা আগে দেখে নিন

৩) কোন ধরনের ত্বকের জন্য সেই প্রসাধনীটি তৈরি হয়েছে, তা আগে দেখে নিন। শুষ্ক ত্বকের জন্য তৈরি ক্রিম যেন কিনবেন না, যদি আপনার ত্বক তৈলাক্ত হয়।

৪) খেয়াল রাখবেন ত্বকের ধরন কিন্তু বদলায়। কারও কুড়িতে তৈলাক্ত ত্বক ছিল মানেই সারা জীবন তেমনই থাকবে, তা নয়। চল্লিশে পৌঁছে দিব্যি শুষ্ক হয়ে যেতে পারে। আবার ঘটতে পারে উল্টোটাও। তাই এখন কী অবস্থায় আছে আপনার ত্বক, তা আগে খেয়াল করুন।

৫) কেনার আগে সেই ক্রিম বা ময়শ্চারাইজান ত্বকে অল্প করে দিয়ে পরীক্ষা করে নিন। দেখে নিন, সেটি আদৌ আপনার জন্য ঠিক কিনা।

অন্য বিষয়গুলি:

Cold Cream Makeup Skin care
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE