Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Makeup Tips

Makeup tricks: ভুরু পাতলা হয়ে যাচ্ছে? উপকার পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই বিশেষ জেল

বাজারে নানান ধরনের জেল কিনতে পাওয়া যায়, যা ভুরু ঘন করতে পারে। বাড়িতেই এমন জেল বানিয়ে নিতে পারেন।

অনেক ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ভুরু থেকে রোম ঝরে যেতে শুরু করে, পাতলা হয়ে যায় ভুরু।

অনেক ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ভুরু থেকে রোম ঝরে যেতে শুরু করে, পাতলা হয়ে যায় ভুরু। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫২
Share: Save:

একজোড়া ঘন, সুন্দর ভুরু আপনার মুখশ্রী বদলে দিতে পারে। আমাদের অনেকরেই ভুরু ঘন এবং কালো নয়। অনেক ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ভুরু থেকে রোম ঝরে যেতে শুরু করে, পাতলা হয়ে যায় ভুরু। শরীরের অভ্যন্তরীণ কোনও অসুস্থতার জন্য ভুরুর রোম ঝরে যেতে পারে, আবার এর পিছনে অন্য কোনও কারণও থাকতে পারে।

ত্বক ও চুলের মতোই ভুরুর যত্ন নেওয়াও জরুরি। বাজারে নানান ধরনের জেল কিনতে পাওয়া যায়, যা ভুরু ঘন করতে পারে। তবে বাড়িতে নিজেরাই এমন জেল বানিয়ে নিতে পারেন।

কী ভাবে বানাবেন?

উপকরণ

ক্যাস্টর অয়েল: ২ চামচ

নারকেল তেল: ১ চামচ

ভিটামিন ই ক্যাপসুল: ১টি

বাদাম তেল: ১ চামচ

অ্যালোভেরা জেল: ১ চামচ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

একটি পাত্রে সব উপকরণগুলি ভাল ভাবে মিশিয়ে নিন। এ বার একটি ঢাকনা দেওয়া পাত্রে এই জেলটি রেখে দিতে পারেন। বেশ কিছু দিন ধরে ব্যবহার করলেও খারাপ হবে না।

কী ভাবে ব্যবহার করবেন এই জেল?

রাতে ঘুমানোর আগে ভাল ভাবে মুখ ধুয়ে নিন। তার পর ইয়ার বাডের সাহায্যে এই জেলটি ভুরুতে লাগাতে পারেন। পুরনো মাস্কারার ব্রাশ ভাল করে পরিষ্কার করেও এটি লাগানো যেতে পারে।

শুধু তাই নয়, চোখের তলার কালির হাত থেকে মুক্তি পেতেও এই জেল লাগাতে পারেন।

অন্য বিষয়গুলি:

Makeup Tips Eyebrow Beauty Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE