সোয়েটারে ফ্যাশন: (বাঁ দিক থেকে) আলিয়া ভট্ট, বিজয় বর্মা এবং দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত।
শীতকালের দুপুরে এককালে রোদে পিঠ দিয়ে উল বুনতে বসতেন মা-দিদিমারা। নরমসরম উলের বল খেলে বেড়াত ছাদে পাতা মাদুরে কিংবা রোদের আলপনা মাখা বিছানার চাদরে। কাঁটার কারিকুরিতে ধীরে ধীরে আকার নিত রঙিন মাফলার, টুপি, হাতাহীন বা ফুলহাতা সোয়েটার। কোনও সোয়েটারের বুকে মৌমাছির নকশা, তো কোথাও ঘাস-পাতা-ফুলের, মেয়েদের সোয়েটারে পাখি, উড়ে বেড়ানো প্রজাপতিও চোখে পড়ত। আর সোয়েটারে রঙিন স্ট্রাইপ, বিনুনি নকশা থাকত বাড়ির অফিস-কাছারি করা পুরুষদের জন্য। শীতকালে নতুন বোনা সেই সোয়েটারই হত সে কালের ফ্যাশন স্টেটমেন্ট। কালে কালে বিদেশি ব্র্যান্ড, শপিং মল যত আমজনতার হাতের নাগালে এসেছে, ততই জ্যাকেট, সোয়েটশার্ট, হুডির রাজত্বে উলে বোনা নরমসরম সোয়েটার পড়ে থেকেছে আলমারির কোনায়। কিন্তু শীতের ফ্যাশনে কি সোয়েটার অপাঙ্ক্তেয়! বলিউড তারকাদের শীতের ফ্যাশন কিন্তু তা বলছে না। বরং দেখা যাচ্ছে ক্লাসিক এবং ক্যাজ়ুয়াল— ফ্যাশনের এই দু’টি ক্ষেত্রেই এই ২০২৪ সালেও তারকারা বেছে নিচ্ছেন উলে বোনা সোয়েটার। পুরনো সোয়েটারকে ফ্যাশনদুরস্ত করে তুলতে পারেন আপনিও। বলিউডের তারকাদের থেকেই শিখে নিন শীতে সোয়েটার পরে কী ভাবে সবার নজর নিজের দিকে টানতে হয়।
১। সামান্থা রুথ প্রভু
হলুদ উলের সোয়েটারে বেগনি ফুল আর সবুজ পাতার নকশা। খুবই সাধারণ দেখতে জালের নকশা করা ব্যাগি হাতা কার্ডিগান। সামান্থা সেই কার্ডিগানকে স্টাইল করেছেন ফ্লোয়ার্ড এবং ডিস্ট্রেসড হালকা নীল জিন্সের সঙ্গে। হলুদ-নীলের বৈপরীত্য বরাবরই সুন্দর দেখতে লাগে। সামান্থা সেই ক্লাসিক কনট্রাস্টকেই বেছে নিয়েছেন। সঙ্গে হাইলাইট করা খোলা চুল আর মোটা ফ্রেমের চশমায় অন্য রকম কেতাদুরস্ত লাগছে ‘সিটাডেল: হানিবানি’র অভিনেত্রীকে।
২। ভিকি কৌশল
ভিকি আবার রঙের বৈপরীত্যের ধার ধারেননি। যে রঙের সোয়োটার সেই একই রঙের ডেনিম ট্রাউজ়ার পরেছেন। ভিকির উজ্জ্বল শ্যামবর্ণকে আরও উজ্জ্বল করেছে সোয়েটারের মেটে সোনালি রং। সঙ্গে গাঢ় রঙের বুট পরেই সাজ শেষ করেছেন ভিকি।
৩। আলিয়া ভট্ট
কালার ব্লকিং এখন ফ্যাশনে ‘ইন’। আলিয়া যে উলের কার্ডিগানটি পরেছেন, তাতেও ছোট ছোট বর্গক্ষেত্রে আটকে রাখা হয়েছে এক একটা রংকে। আবার প্রতিটা চৌখুপির মাঝখানেও রয়েছে রঙিন ‘হার্ট’। আলিয়া ধূসর রঙের ফ্লেয়ার্ড জিন্সের সঙ্গে পরেছেন রঙিন সোয়েটার।
৪। রণবীর সিংহ
কালার ব্লকিং পছন্দ রণবীরেরও। তাঁর সোয়োটার তিনটি উজ্জ্বল রঙে ভাগ করা। উপরে সবুজ, তার পরে হলুদ, নীচে লাল। কালচে সবুজ কার্গো প্যান্টের সঙ্গে ওই সোয়েটার পরেছেন রণবীর। সঙ্গে পরেছেন লাল ফ্রেমের সানগ্লাস। রণবীরের ফ্যাশন বরাবরই একটু গত ভাঙা। তবে রণবীরের মতো সোয়েটার পরে এই শীতে নজর কাড়তে পারেন আপনিও।
৫। প্রিয়ঙ্কা চোপড়া
প্রিয়ঙ্কার পছন্দ সাদা। তবে তাঁর সোয়েটারের আকর্ষণ গলার নকশায়। প্রিয়ঙ্কা যে সোয়েটার পরেছেন তাকে বলে ‘টার্টল নেক’। গলা পর্যন্ত ঢাকা ওই সোয়েটার যেমন বেশি শীতের জন্য আরামদায়ক, তেমনই দেখতেও লাগে স্মার্ট। প্রিয়ঙ্কার টার্টল নেক সোয়েটারটি লম্বা ঝুলের। চাইলে ওই ধরনের সোয়েটার উলের স্ল্যাকস বা স্কিন ফিট প্যান্টের সঙ্গেও পরা যেতে পারে।
৬। আয়ুষ্মান খুরানা
একটা সময় শীতকাল ছিল ক্রিকেটের মরসুম। তখন ভারতীয় ক্রিকেট টিমকে ‘মেন ইন ব্লু’ বলা হত না। সাদা জার্সির উপর শীতকালে কালো স্ট্রাইপ দেওয়া ভি গলার সোয়েটার পরে মাঠে নামতেন ভারতীয় ক্রিকেটারেরা। আয়ুষ্মান সেই পুরনো স্টাইলকেই আরও কেতাদুরস্ত করে তুলেছেন। তাঁর সোয়েটারের ভি গলা আরও ছড়ানো, আরও নিচু। সঙ্গে ফুলহাতা সোয়েটারের হাতেও রয়েছে সাদা-কালো স্ট্রাইপ। জিন্স বা হালকা রঙের ট্রাউজ়ারের সঙ্গেও এই সোয়েটার ভাল লাগবে।
৭। মৌনী রায়
পেয়ারা সবুজ রঙের খাটো ঝুলের সোয়েটার। সঙ্গে বিনুনির নকশা দেওয়া বেলুন হাতা। মৌনী ওই সোয়েটার পরেছেন কালো রঙের আঁটসাঁট ড্রেসের সঙ্গে। সঙ্গে স্ট্রেট করানো খোলা চুল। কাঁধে কালো স্লিং ব্যাগ। পায়ে কালো বুট থাকলে ডিনারের অনুষ্ঠানেও ওই পোশাক হতে পারে পিকচার পারফেক্ট!
৮। বিজয় বর্মা
কালো-সবুজের বৈপরীত্য বেছে নিয়েছেন বলিউডের হালের ফ্যাশনদুরস্ত অভিনেতা বিজয় বর্মাও। বিজয়ের টার্টল নেক সোয়েটারের হাতা দু’টি একটু বেশিই ঢিলাঢালা। ফ্যাশনের দুনিয়ায় যাকে বলা হয় ওভারসাইজ়ড। বিজয় ওই সোয়েটার পরেছেন কালো ট্রাউজ়ারের সঙ্গে।
৯। দীপিকা পাড়ুকোন
গোলাপি ব্যাগি সোয়েটারের সঙ্গে দীপিকা পরেছেন একই রঙের পেপার ব্যাগ ট্রাউজ়ার। গোলাপি রঙের স্টিলেটোও। আর অদ্ভুত ব্যাপার হল এক রঙে জামা-প্যান্ট-জুতো দেখতে মোটেই একঘেয়ে লাগছে না। সম্ভবত উষ্ণ গোলাপি রঙের জন্যই।
১০। রণবীর কপূর
মেরুন সোয়েটার। বিস্কিট রঙা ট্রাউজ়ার। চেনা রংমিলন্তি। কিন্তু ক্লাসিকও। এ বছর আবার শীতের ফ্যাশনে ভীষণই চলছে বার্গান্ডি আর মেরুন রং। রণবীরের ক্লাসিক স্টাইল আপন করে নিতে পারেন আপনিও।
১১। অনুষ্কা শর্মা
সাদা রঙের ঢিলেঢালা সোয়েটারকে একই রঙের ফিটেড পেনসিল স্কার্টের সঙ্গে পরেছেন অনুষ্কা শর্মা। পায়ে পরেছেন বাদামি রঙের ‘ফার বুট’। অনুষ্কার মতোই পেনসিল স্কার্টের সঙ্গে ওভারসাইজ়়ড সোয়েটার পরে শীতে ফ্যাশনেবল হতে পারেন আপনিও।
১২। অভিষেক বচ্চন
বড় বড় বোতাম দেওয়া লম্বা ঝুলের সোয়েটারের ফ্যাশন ছিল পঞ্চাশ বা ষাটের দশকে। সেই সব সোয়েটারের দু’পাশে থাকত বড় পকেট, এমনকি উলের বেল্টও। অভিষেকের সোয়েটারে রয়েছে সেই একই স্টাইল। তবে বেল্টের বদলে তাঁর সোয়েটারে রয়েছে হুড। যা পুরনো ফ্যাশনকে মিলিয়ে দিয়েছে হালফ্যাশনের সঙ্গে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy